Homeরাজনীতিবিগত সরকার শিক্ষা ও নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করেছে: মুজিবুর রহমান

বিগত সরকার শিক্ষা ও নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করেছে: মুজিবুর রহমান


জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, বিগত সরকার শিক্ষা ও নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করেছে। একজন শিক্ষক যখন জাল সার্টিফিকেট তৈরি করে চাকরি নেন, পাঁচ শতাংশ ভোটকে যখন ৫৫ শতাংশ করেন, তখন সেই শিক্ষকের সম্মান কিংবা শিক্ষার মান বলে কিছু থাকে না।

শনিবার (৫ অক্টোবর) জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত বিশ্ব শিক্ষক দিবসের আলোচনা সভায় তিনি এ কথা বলেন। বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে এ আয়োজন করা হয়।  

মুজিবুর রহমান বলেন, ‘আওয়ামী লীগ সরকারের সময়ে চুরি, দুর্নীতির সঙ্গে জড়িতরা শিক্ষিত হলেও চরিত্রহীন ছিলেন। তাই শিক্ষিত হওয়ার পাশাপাশি চরিত্রবান হতে হবে।’

এ সময় শিক্ষকদের জন্য যথাযথ বেতন কাঠামো তৈরির দাবি জানান জামায়াতে ইসলামীর নায়েবে আমীর।

উপদেষ্টাদের ইসলামী ভাবধারা মেনে চলার আহ্বান জানিয়ে মুজিবুর রহমান বলেন, ‘প্রয়োজনে উপদেষ্টাদের মধ্যেও সংস্কার আনতে হবে।’





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত