Homeরাজনীতিসারা দেশের পূজামণ্ডপে শুভেচ্ছা-বিনিময়ে বিএনপি নেতারা

সারা দেশের পূজামণ্ডপে শুভেচ্ছা-বিনিময়ে বিএনপি নেতারা


সনাতন ধর্মাবলম্বীদের বড় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শুভেচ্ছাবার্তা পৌঁছে দিতে সারা দেশের মণ্ডপে যাচ্ছেন দলটির নেতারা। শনিবার (১২ অক্টোবর) রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ফুলের তোড়া নিয়ে দলের শুভেচ্ছা পৌঁছে দেন নেতারা।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান শনিবার দুপুরে বাংলা ট্রিবিউনকে জানান, পূজা শুরু হওয়ার পর থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশে ও দলের সিদ্ধান্ত অনুযায়ী মণ্ডপে শুভেচ্ছাবার্তা নিয়ে যাচ্ছেন নেতারা। ধারাবাহিকতায় শনিবারও রাজধানীতে স্থায়ী কমিটির সদস্য, সিনিয়র নেতারা অংশগ্রহণ করেন।

গতকাল শুক্রবার দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউশন-বাংলাদেশ মিলনায়তনে পূজামণ্ডপ পরিদর্শন ও হিন্দু ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ।

আজ শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের পূজামণ্ডপ পরিদর্শন ও হিন্দু ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

পূজা উপলক্ষে শনিবার নিজের ভেরিফাইড ফেসবুক একাউন্টে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সনাতন ধর্মাবলম্বীদের আন্তরিক শুভেচ্ছা জানান। তিনি প্রত্যাশা করেন, প্রতিটি পরিবারে শান্তি, সম্প্রীতি ও সমৃদ্ধি বয়ে আনবে এই উৎসব। তিনি সব সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতি ও ঐক্য গড়ে তোলার আশা ব্যক্ত করেন।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার স্ট্যাটাসে উল্লেখ করেন, বাংলাদেশের সব নাগরিক মুসলিম, হিন্দু, বৌদ্ধ বা খ্রিস্টান ভেদাভেদ ছাড়াই সমান অধিকার, স্বাধীনতা ও সুরক্ষাভোগ করবে।

রাজধানীর বাইরে বিভিন্ন জেলায় মণ্ডপে দলের শুভেচ্ছা নিয়ে হাজির হচ্ছেন বিএনপির নেতারা। শনিবার সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলার মংলারগাঁও গ্রামের মহামায়া যুব সংঘের সার্বজনীন পূজামণ্ডপ পরিদর্শনে যান ও মতবিনিময় করেন মো. মিজানুর রহমান চৌধুরী মিজান।

শুক্রবার জয়পুরহাট জেলার কালাই উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও মতবিনিময় করেন বিএনপির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান চন্দন। এছাড়া বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়া, খুলনা বিভাগীয় বিএনপির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপুসহ অনেকে মণ্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় করেন।

এদিকে, রাজধানীর তাঁতীবাজারে পূজামণ্ডপে পেট্রোল বোমা হামলায় আহতদের দেখতে মিটফোর্ড হাসপাতালে যান ও পরবর্তীতে মন্দির পরিদর্শন করেন বিএনপির প্রতিনিধি দল। তাদের মধ্যে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব তানভীর আহমেদ রবিন, বিএনপি নির্বাহী কমিটির সদস্য হামিদুর রহমান হামিদ ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন মেয়র প্রার্থী প্রকৌশলী ইশরাক হোসেন ছিলেন।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত