Homeরাজনীতিহিন্দু ভাইদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে সহায়তা করতে হবে: আমিনুল হক

হিন্দু ভাইদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে সহায়তা করতে হবে: আমিনুল হক


দলের নেতাকর্মীদের উদ্দেশে বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক, ঢাকা মহানগর উত্তর বিএনপির সদ্য সাবেক সদস্য সচিব আমিনুল হক বলেছেন, ‘আমরা হিন্দু ভাইদের সংখ্যালঘু বলতে চাই না। হিন্দু সম্প্রদায়ের দুর্গোৎসবের প্রত্যেকটি পূজামণ্ডপে তাদের পাশে থেকে কাঁধে কাঁধ মিলিয়ে সহায়তা করতে হবে। তাদের জন্য কাজ করতে হবে। কারণ তারা আমাদের ভাই, আমাদের বন্ধু, আমাদের প্রতিবেশী; আমরা সবাই বাংলাদেশি। বাংলাদেশি পরিবার হিসেবেই আমরা তাদের পাশে থেকে কাজ করবো।

শুক্রবার (১১ অক্টোবর) বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রূপনগর-পল্লবী-কাফরুল থানাধীন বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনকালে তিনি তার বক্তব্যে এসব কথা বলেন।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় ও নেতৃত্বে একটা সম্প্রীতি ও অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে চান উল্লেখ করে দলটির এই কেন্দ্রীয় নেতা বলেন, যে বাংলাদেশের জন্য এদেশের বহু মানুষ জীবন দিয়েছে ও রক্ত দিয়েছে। সেই মানুষগুলোর শহীদী যে রক্ত, সে রক্ত আমরা বৃথা যেতে দিতে পারি না, কারণ সেই রক্তের বিনিময়ে আমরা একটা সম্প্রতি ও সুন্দর বাংলাদেশ গড়তে চাই। সেই বাংলাদেশ গড়ার জন্য আপনাকে আমাকে সবাইকে একত্রিত হয়ে কাজ করতে হবে।

এসময় রাজধানীর রূপনগর গোড়ান চটবাড়ী শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দির, ইস্টার্ন হাউজিং শ্রী শ্রী দূর্গা মন্দির, উত্তর কালশী সারদীয় দুর্গা মন্দির, পল্লবী বাউনিয়াবাদে শ্রী শ্রী রাম মন্দির, কাফরুলের দুর্গাপূজা মন্দির পরিদর্শন করেন তিনি।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত