Homeসাহিত্যফ্যাক্টচেক /পাকিস্তানকে বিপদে ফেলতে ভারত পানি ছেড়েছে দাবিতে ছড়ানো ভিডিওটি পুরোনো

ফ্যাক্টচেক /পাকিস্তানকে বিপদে ফেলতে ভারত পানি ছেড়েছে দাবিতে ছড়ানো ভিডিওটি পুরোনো


পেহেলগাম হামলার প্রতিশোধ নিতে গত মঙ্গলবার (৬ মে) দিবাগত মধ্যরাতে পাকিস্তানের অন্তত ৯টি স্থানে হামলা চালায় ভারত। এই হামলার সাংকেতিক নাম দেওয়া হয় ‘অপারেশন সিন্দুর’। পাঁচটি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি জানায় পাকিস্তান। এর পর দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার তথ্য সংবাদমাধ্যমে এসেছে।

পেহেলগাম হামলার পর সিন্ধু নদের পানি আটক দেয় ভারত। সোশ্যাল মিডিয়াতে একটি ভিডিও ছড়িয়ে দাবি করা হচ্ছে, পাকিস্তানকে বিপদে ফেলতে ভারত দেশটিতে পানি ছেড়ে দিয়েছে। ৩০ সেকেন্ডের ভিডিওটিতে একটি রাস্তায় তীব্র বেগে পানি ঢুকতে দেখা যাচ্ছে। গুঁড়িগুঁড়ি বৃষ্টিও হচ্ছে। স্রোতের তীব্রতায় রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি গাড়ি ভেসে যেতে দেখা যায়। স্রোতে ভেসে আসা জিনিসপত্র দুজন যুবককে টেনে ডাঙায় তুলে আনার চেষ্টা করছেন।

‘লি ট ন’ নামে ফেসবুক পেজে গত বুধবার (৭ মে) দিবাগত রাত ১২টা ১৭ মিনিটে পোস্ট করা ভিডিওটি বেশি ছড়িয়েছে। ভিডিওর ক্যাপশনে লেখা, ‘ভারত মনে করেছে পাকিস্তানকে পানি দিয়ে মেরে ফেলতে পারবে/তাই তারা পানি ছেড়ে দিয়ে পাকিস্তানকে ধ্বংস করতে চাচ্ছে।’ (বানান অপরিবর্তিত)

আজ শুক্রবার বেলা ১১টা পর্যন্ত ভিডিওটি ১৮ হাজার বার দেখা হয়েছে ও ২৮৪টি রিঅ্যাকশন পড়েছে। এতে ৩ কমেন্ট পড়েছে এবং শেয়ার হয়েছে ৫৬।

এ ছাড়া Kashem, Samir Baidya এবং ‘বিজেপির সৈনিক মদন রুইদাস’ নামে ফেসবুক অ্যাকাউন্ট থেকে একই ক্যাপশনে ভিডিওটি পোস্ট করা হয়েছে।

ভিডিওটির কিছু কি-ফ্রেম রিভার্স ইমেজ সার্চ করে Weather Monitorনামে একটি এক্স অ্যাকাউন্টে প্রকাশিত একটি ভিডিওতে একই দৃশ্য দেখা যায়। এটি গত ১৭ এপ্রিল প্রকাশিত। এর সঙ্গে সম্প্রতি ছড়িয়ে পড়া ভিডিওর রাস্তা, রাস্তায় দাঁড়ানো গাড়ি, পানির স্রোত, দুই ব্যক্তির জিনিসপত্র উদ্ধারের দৃশ্যে মিল রয়েছে।

সোশ্যাল ছড়ানো ভিডিওর সঙ্গে Weather Monitor নামে এক্স অ্যাকাউন্টের ভিডিওর সাদৃশ্য। ছবি: স্ক্রিনশট

সোশ্যাল ছড়ানো ভিডিওর সঙ্গে Weather Monitor নামে এক্স অ্যাকাউন্টের ভিডিওর সাদৃশ্য। ছবি: স্ক্রিনশট

ইংরেজিতে লেখা ভিডিওর ক্যাপশন থেকে জানা যায়, পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের বাট্টাগ্রাম জেলার আলাই মহাকুমায় অবস্থিত থাকোট বাজারে বজ্রপাতের পর আকস্মিক বন্যা হয়। সেই বন্যায় দোকানপাট এবং যানবাহনের ব্যাপক ক্ষতি হয়।

অর্থাৎ এই ভিডিওটি গত ২২ এপ্রিল পেহেলগামে বন্দুকধারীদের হামলার ঘটনার আগে থেকেই ইন্টারনেটে আছে।

ভিডিও প্রকাশের তারিখ ও পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের বাট্টাগ্রাম জেলায় বন্যার তথ্য গুগলে সার্চ করলে পাকিস্তানের বেসরকারি ইলেকট্রনিক সংবাদমাধ্যম জিও নিউজের ওয়েবসাইটে গত ১৭ এপ্রিল প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়। প্রতিবেদনটি উর্দু ভাষায় লেখা।

জিও নিউজের ওয়েবসাইটের প্রকাশিত প্রতিবেদন। ছবি: স্ক্রিনশট

জিও নিউজের ওয়েবসাইটের প্রকাশিত প্রতিবেদন। ছবি: স্ক্রিনশট

প্রতিবেদনটি গুগলে স্বয়ংক্রিয় ভাষান্তরের অপশন থেকে ইংরেজি করে জানা যায়, গত ১৬ এপ্রিল পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের বিভিন্ন শহরে ভারী বৃষ্টিপাতের কারণে আকস্মিক বন্যা হয়। খাইবার জেলায় বন্যায় একটি গাড়ি ভেসে যায় এবং বজ্রপাতে একজন এফসি কর্মী নিহত হন। বাট্টাগ্রামে পাহাড় থেকে আসা আকস্মিক ঢলে বেশ কয়েকটি মোটরসাইকেল ভেসে যায় এবং ফসলের ক্ষতি হয়।

জিও নিউজের ইউটিউব চ্যানেলে গত ১৬ এপ্রিল প্রকাশিত একটি ভিডিও প্রতিবেদন থেকেও খাইবার পাখতুনখোয়া প্রদেশের খাইবার জেলায় ভারী বৃষ্টিপাতের তথ্য পাওয়া যায়।

সুতরাং, পাকিস্তানকে বিপদে ফেলতে ভারত পানি ছেড়ে দিয়েছে দাবিতে সোশ্যাল মিডিয়ায় ছড়ানো ভিডিওটি চলমান ভারত-পাকিস্তান উত্তেজনার আগের। প্রকৃতপক্ষে, এটি গত ১৬ এপ্রিলে পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে আকস্মিক বন্যার দৃশ্য।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত