Homeসাহিত্যফ্যাক্টচেক /ভিডিও গেমের ক্লিপকে ভারত ও পাকিস্তানের ক্ষেপণাস্ত্র হামলার দৃশ্য বলে পাল্টাপাল্টি...

ফ্যাক্টচেক /ভিডিও গেমের ক্লিপকে ভারত ও পাকিস্তানের ক্ষেপণাস্ত্র হামলার দৃশ্য বলে পাল্টাপাল্টি দাবি


পেহেলগাম হামলার প্রতিশোধ নিতে গত ৬ মে দিবাগত মধ্যরাতে পাকিস্তানের অন্তত নয়টি স্থানে হামলা চালায় ভারত। এই হামলার সাংকেতিক নাম দেওয়া হয় ‘অপারেশন সিন্দুর’। বিপরীতে পাঁচটি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করে পাকিস্তান। পাল্টা ‘অপারেশন বানইয়ানুম মারসৌস’ অভিযান ঘোষণা করে ইসলামাবাদ। দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা হয়।

তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল তাঁর এক্স হ্যান্ডলে জানান, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দীর্ঘ আলোচনার পর দেশ দুটি যুদ্ধবিরতিতে রাজি হয়েছে। পরে ভারত ও পাকিস্তানের কর্মকর্তারা আলাদাভাবে তা নিশ্চিত করেন। যুদ্ধবিরতি ঘোষণার মাত্র কয়েক ঘণ্টার মাথায় পাকিস্তান যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে বলে অভিযোগ করেছে ভারত।

যুদ্ধ চলাকালে পাকিস্তানের একজন পাইলট ভারতের গুজরাটে বিমান বাহিনীর বিমানঘাঁটি ও ক্ষেপণাস্ত্র সংরক্ষণাগার ধ্বংস করে নিরাপদে ফিরে গেছে—এমন দাবিতে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়ানো হয়েছে। ভিডিওতে সন্ধ্যার দিকে খোলা আকাশে দুটি যুদ্ধবিমান উড়তে দেখা যায়। একপর্যায়ে যুদ্ধবিমান থেকে একটি ভবন লক্ষ্য ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করতে দেখা যায়।

Md. Juyelur Rahman নামে একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে গতকাল শনিবার (১০ মে) বিকেল ৩টা ১৭ মিনিটে পোস্ট করা ভিডিওটির ক্যাপশনে লেখা হয়েছে, ‘পাকিস্তানি এই পাইলটের পুরো শরীরটাই কলিজা। এটা ইন্ডিয়ার গুজরাটের বিমান বাহিনীর এয়ারবাস ও ক্ষেপণাস্ত্র সংরক্ষণ গুডাম যা ধ্বংস করে তারা নিরাপদে ফিরে আসতে সক্ষম হয়েছে। আল্লাহর গোলামরা কখনো মরণকে ভয় করেনা। ‘ (বানান অপরিবর্তিত)

তবে কমলাকান্তের দপ্তর নামে ফেসবুক পেজে গতকাল শনিবার (১০ মে) দুপুর ২টা ১ মিনিটে পোস্ট করা ভিডিওটি সবচেয়ে বেশি ছড়িয়েছে। ভিডিওর ক্যাপশনে লেখা, ‘পাকিস্তানি এই পাইলটের পুরো শরীরটাই কলিজা।’ (বানান অপরিবর্তিত)

আজ রোববার দেড়টা পর্যন্ত ভিডিওটি ১ লাখ ৭ হাজার বার দেখা হয়েছে ও ৩ হাজার ৭০০ রিঅ্যাকশন পড়েছে। এতে ১৭১টি কমেন্ট পড়েছে এবং শেয়ার হয়েছে ২৯১।

কোটা সংস্কার চাই’ নামে ফেসবুক পেজ এবং Sadikur Rahman GalibEvAn Siyam নামে অ্যাকাউন্ট থেকে একই ক্যাপশনে ভিডিওটি পোস্ট করা হয়েছে।

ভারতীয় সেনাবাহিনী যুদ্ধবিমান থেকে ক্ষেপণাস্ত্র ছুড়ছে দাবিতে আরেকটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়ানো হয়েছে। Arnab Pandey নামে ফেসবুক অ্যাকাউন্টে গত ৮ মে দুপুর ১টা ৪৮ মিনিটে পোস্ট করা ভিডিওটি সবচেয়ে বেশি ছড়িয়েছে।

আজ রোববার দুপুর দেড়টা পর্যন্ত ভিডিওটি ৪৫ লাখ বার দেখা হয়েছে ও ৭৫ হাজার রিঅ্যাকশন পড়েছে। এতে ১ হাজার ৭০০টি কমেন্ট পড়েছে এবং শেয়ার হয়েছে ২ হাজার।

ভিডিও যাচাই: ০১

পাকিস্তানের পাইলট ভারতের গুজরাটে বিমানবাহিনীর বিমানঘাঁটি ধ্বংস করেছেন দাবিতে ছড়ানো ভিডিওটির কিছু কি-ফ্রেম রিভার্স ইমেজ সার্চ করেBattle Dragon নামে একটি ইউটিউব চ্যানেলে একটি ভিডিওতে একই দৃশ্য দেখা যায়। এটি ২০২৪ সালের ৩০ ডিসেম্বর প্রকাশিত। এর সঙ্গে সম্প্রতি ছড়িয়ে পড়া ভিডিওর যুদ্ধবিমান, ক্ষেপণাস্ত্র ছোড়ার দৃশ্যের মিল রয়েছে।

পাকিস্তানের পাইলট ভারতের গুজরাটে বিমানবাহিনীর ঘাঁটি ও ক্ষেপণাস্ত্র সংরক্ষণাগার ধ্বংস করে নিরাপদে ফিরে গেছে দাবিতে ছড়ানো ভিডিওর সঙ্গে Battle Dragon ইউটিউব চ্যানেলের ভিডিওর সাদৃশ্য। ছবি: স্ক্রিনশট

পাকিস্তানের পাইলট ভারতের গুজরাটে বিমানবাহিনীর ঘাঁটি ও ক্ষেপণাস্ত্র সংরক্ষণাগার ধ্বংস করে নিরাপদে ফিরে গেছে দাবিতে ছড়ানো ভিডিওর সঙ্গে Battle Dragon ইউটিউব চ্যানেলের ভিডিওর সাদৃশ্য। ছবি: স্ক্রিনশট

ভিডিওটির ডেসক্রিপশন থেকে জানা যায়, এই ভিডিওটি আর্মএ-৩ (ArmA 3) নামে ভার্চুয়াল সিমুলেশন ভিডিও গেমের ভিডিও। বাস্তব যুদ্ধক্ষেত্রের ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে ভিডিও গেমটি বানানো হয়েছে।

ভিডিও যাচাই: ০২

ভারতীয় সেনাবাহিনীর যুদ্ধবিমান থেকে ক্ষেপণাস্ত্র ছোড়ার দাবিতে ছড়ানো ভিডিওটির কিছু কি-ফ্রেম রিভার্স ইমেজ সার্চ করে একই ইউটিউব চ্যানেলে প্রকাশিত অন্য একটি ভিডিওতে একই দৃশ্য দেখা যায়। এটি ২০২৫ সালের ২৩ জানুয়ারি প্রকাশিত। এর সঙ্গে সম্প্রতি ছড়িয়ে পড়া ভিডিওর যুদ্ধবিমানের নেভিগেশন ও ক্ষেপণাস্ত্র ছোড়ার দৃশ্যের মিল রয়েছে।

ভারতীয় সেনাবাহিনী ক্ষেপণাস্ত্র ছুড়ছে দাবিতে ছড়ানো ভিডিওর সঙ্গে Battle Dragon ইউটিউব চ্যানেলে প্রকাশিত ভিডিওর সাদৃশ্য। ছবি: স্ক্রিনশট

ভারতীয় সেনাবাহিনী ক্ষেপণাস্ত্র ছুড়ছে দাবিতে ছড়ানো ভিডিওর সঙ্গে Battle Dragon ইউটিউব চ্যানেলে প্রকাশিত ভিডিওর সাদৃশ্য। ছবি: স্ক্রিনশট

ভিডিওটির ডেসক্রিপশন থেকে জানা যায়, এটিও আর্মএ-৩ (ArmA 3) ভার্চুয়াল সিমুলেশন ভিডিও গেমের একটি ক্লিপ।

Battle Dragon নামে ইউটিউব চ্যানেলে আর্মএ-৩ (ArmA 3) ভিডিও গেমের একই জাতীয় এমন আরও কিছু ভিডিও (, , ) পাওয়া গেছে।

সুতরাং, ভারত-পাকিস্তান একে অপরের ভূখণ্ডে যুদ্ধবিমান থেকে ক্ষেপণাস্ত্র হামলার দৃশ্য দাবিতে সোশ্যাল মিডিয়ায় ছড়ানো ভিডিও দুটি বাস্তব নয়। এগুলো আর্মএ-৩ (ArmA 3) ভিডিও গেমের ক্লিপ।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত