Homeঅর্থনীতিঅনলাইনে আয়কর রিটার্ন দাখিল ছাড়ালো ১৬ লাখ

অনলাইনে আয়কর রিটার্ন দাখিল ছাড়ালো ১৬ লাখ


জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) করদাতাবান্ধব উদ্যোগ এবং প্রযুক্তিনির্ভর সেবার ফলে অনলাইনে আয়কর রিটার্ন দাখিলে নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। চলতি অর্থবছরে এখন পর্যন্ত ১৬ লাখের বেশি করদাতা অনলাইনে রিটার্ন দাখিল করেছেন। এছাড়া ২০ লাখেরও বেশি করদাতা ইতোমধ্যে ই-রিটার্ন সেবার জন্য নিবন্ধন সম্পন্ন করেছেন।

এনবিআর জানায়, করদাতাদের মতামত ও চাহিদার আলোকে অনলাইন রিটার্ন দাখিল প্রক্রিয়াকে সহজ ও ব্যবহারবান্ধব করার ফলে এই সাড়া মিলেছে। আয়কর দিবস শেষে সেবাটি চালু থাকায় করদাতারা নিরবচ্ছিন্নভাবে অনলাইনে রিটার্ন জমা দেওয়ার সুযোগ পাচ্ছেন।

রিটার্ন দাখিলের পর যদি কোনও ভুল বা অসঙ্গতি থেকে থাকে, তবে আয়কর আইন ২০২৩-এর ১৮০(১) ধারা অনুযায়ী মূল রিটার্ন দাখিলের ১৮০ দিনের মধ্যে সংশোধিত রিটার্ন দাখিলের সুযোগ রয়েছে। এই সেবাটিও অনলাইনেই পাওয়া যাচ্ছে। এখনও পর্যন্ত ৭ হাজার ২২৫ জন করদাতা অনলাইনে সংশোধিত রিটার্ন দাখিল করেছেন বলে জানায় এনবিআর।

জাতীয় রাজস্ব বোর্ড অনলাইনে আয়কর রিটার্ন দাখিলে আগ্রহী সম্মানিত করদাতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে এবং সবাইকে এই ডিজিটাল-সেবা ব্যবহারে উৎসাহিত করেছে।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত