Homeঅর্থনীতিঅফিস ও শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য ‘ফোরকে ইন্টার‍্যাকটিভ ডিসপ্লে’ আনল ওয়ালটন

অফিস ও শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য ‘ফোরকে ইন্টার‍্যাকটিভ ডিসপ্লে’ আনল ওয়ালটন

[ad_1]

দেশের শীর্ষ প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড নিয়ে এসেছে নতুন মডেলের বড় স্ক্রিনের ‘ফোরকে ইন্টার‍্যাকটিভ ডিসপ্লে’। সিনেক্সা ব্র্যান্ডে মোট ১২টি মডেলের ফোরকে আইপিএস আলট্রা ইউএইচডি ডিসপ্লে ও টাচ স্ক্রিনযুক্ত ইন্টার‍্যাকটিভ ডিসপ্লেগুলো বাজারে ছেড়েছে ওয়ালটন। ৬৫ ইঞ্চি থেকে ৯৮ ইঞ্চি পর্যন্ত স্ক্রিনের এই ইন্টার‍্যাকটিভ ডিসপ্লেগুলো অফিশিয়াল প্রেজেন্টেশন, ভার্চুয়াল মিটিং কিংবা শিক্ষাপ্রতিষ্ঠানের মাল্টিমিডিয়া ক্লাসরুমের জন্য অত্যন্ত উপযুক্ত।

ওয়ালটন কম্পিউটার পণ্যের চিফ বিজনেস অফিসার তৌহিদুর রহমান রাদ বলেন, সিনেক্সা ইন্টার‍্যাকটিভ ডিসপ্লেগুলো বাংলাদেশের বাজারে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহারকারীদের জন্য নতুন দিক উন্মোচন করবে। উন্নত ফিচার এবং দীর্ঘস্থায়ী পারফরম্যান্সের জন্য বিশাল পর্দার এই ডিসপ্লে আধুনিক প্রতিষ্ঠানগুলোকে মাল্টিমিডিয়া ব্যবহারে দেবে অনন্য অভিজ্ঞতা।

তৌহিদুর রহমান জানান, করপোরেট অফিস, শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন প্রতিষ্ঠানের চাহিদার কথা বিশেষভাবে বিবেচনা করে তৈরি সিনেক্সা ইন্টার‍্যাকটিভ ডিসপ্লেতে রয়েছে শক্তিশালী অ্যামোলজিক এ৩১১ ডি ২ অক্টাকোর এআরএম প্রসেসর। উন্নত পারফরম্যান্সের জন্য এতে ব্যবহৃত হয়েছে ৮ জিবি ডিডিআর ৪ র‍্যাম এবং ১২৮ জিবি রম। অপারেটিং সিস্টেম হিসেবে সিনেক্সা ইন্টার‍্যাকটিভ ডিসপ্লেতে অ্যান্ড্রয়েড ১৩ অথবা ওপিএস মডিউলের মাধ্যমে উইন্ডোজ ব্যবহারেরও সুযোগ রয়েছে। এতে আরও রয়েছে ২০ পয়েন্ট মাল্টি-টাচ, স্ক্রিন মিররিং, রাইটিং, ইউএসবি ২ দশমিক ০,৩ দশমিক ০, টাইপ এ ও সি, এইচডিএমআই, ল্যান, ওয়াই-ফাই ৬, ব্লুটুথ ৫ দশমিক ৩, ভিজিএ, অডিও ইন, অডিও আউটসহ অসংখ্য কানেকটিভিটি সুবিধা।

অনলাইন মিটিংয়ের জন্য সিনেক্সা ইন্টার‍্যাকটিভ ডিসপ্লেতে দেওয়া হয়েছে ৪৮ মেগা পিক্সেলের হাই কোয়ালিটি এআই ক্যামেরা। সাউন্ড এক্সপেরিয়েন্স করার জন্য রয়েছে ৩৫ ওয়াট (আরএমএস) পর্যন্ত স্পিকার এবং এবং বিল্টইন মাইক্রোফোন। ফলে অফিশিয়াল প্রেজেন্টেশন, ভার্চুয়াল মিটিং অথবা শিক্ষাপ্রতিষ্ঠানের মাল্টিমিডিয়া ক্লাসরুম হয়ে উঠবে আরও প্রাণবন্ত। সিনেক্সা ইন্টার‍্যাকটিভ ডিসপ্লের হাউজিং ম্যাটেরিয়াল হিসেবে ব্যবহার করা হয়েছে অ্যালুমিনিয়াম বা মেটাল প্লেট, যার প্রিমিয়াম লুক অফিস বা ক্লাসরুমের পরিবেশকে করে তুলবে আরও আকর্ষণীয়।

ওয়ালটনের সিনেক্সা ইন্টার‍্যাকটিভ ডিসপ্লের অ্যান্ড্রয়েড ভার্সনের মূল্য ২ লাখ ৪৫ হাজার টাকা থেকে শুরু হয়েছে। আর ওপিএস মডিউলসহ মূল্য শুরু হয়েছে ২ লাখ ৯৯ হাজার ৭৫০ টাকা থেকে। এ ছাড়া রয়েছে শক্তিশালী মেটাল স্ট্যান্ডসহ প্যাকেজ নেওয়ার সুবিধা। সিনেক্সা ইন্টার‍্যাকটিভ ডিসপ্লেতে রয়েছে ১ বছর পর্যন্ত ওয়ারেন্টি সুবিধা।

সিনেক্সা ইন্টার‍্যাকটিভ ডিসপ্লে এখন ওয়ালটন প্লাজা থেকে ক্রয়ের পাশাপাশি গ্রাহকেরা ওয়ালটনের অফিশিয়াল ওয়েবসাইট ভিজিট করে অনলাইনে সরাসরি অর্ডার করতে পারবেন। এ ছাড়া করপোরেট ক্লায়েন্টদের জন্য থাকছে বিশেষ সুবিধায় অর্ডার করার সুযোগ।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত