Homeঅর্থনীতিআঙুলের ছাপ ছাড়াও দেওয়া যাবে ই-রিটার্ন

আঙুলের ছাপ ছাড়াও দেওয়া যাবে ই-রিটার্ন

[ad_1]

জাতীয় পরিচয়পত্র থাকার পরও আঙুলের ছাপ না থাকার কারণে বায়োমেট্রিক মোবাইল সিম নিতে পারেননি অনেকেই, যে কারণে ই-রিটার্ন সিস্টেমে রেজিস্ট্রেশন করতে পারছেন না। তাঁদের জন্য অনলাইনে রিটার্ন জমা দেওয়ার রেজিস্ট্রেশন ব্যবস্থা করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। আজ রোববার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে এনবিআর।

এনবিআর জানিয়েছে, অনলাইন রিটার্ন দাখিলের প্রক্রিয়া সহজীকরণের অংশ হিসেবে যেসব করদাতা জাতীয় পরিচয়পত্র থাকার পরও আঙুলের ছাপ না থাকার কারণে বায়োমেট্রিক মোবাইল সিম নিতে পারেননি এবং সে কারণে ই-রিটার্ন সিস্টেমে রেজিস্ট্রেশন করতে পারছেন না, তাঁদের জন্য এনবিআর বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে। এ রকম করদাতারা অফিস চলাকালে এনবিআরের দ্বিতীয় সচিবের (কর তথ্য ব্যবস্থাপনা ও মূল্যায়ন) ৭১৭ নম্বর কক্ষে সশরীর উপস্থিত হয়ে লিখিত আবেদন দাখিলের মাধ্যমে ই-রেজিস্ট্রেশন সম্পন্ন করতে পারবেন।

এনবিআরের জনসংযোগ কর্মকর্তা আলামিন শেখ বলেন, অনলাইনে ইতিমধ্যে প্রায় ১০ লাখ করদাতা আয়কর রিটার্ন দাখিল করেছেন। রিটার্ন জমা দেওয়া ছাড়াও সব করদাতাকে এনবিআর আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছে। সেই সঙ্গে আগামী ৩১ জানুয়ারির মধ্যে সব করদাতাকে সহজে ও নির্বিঘ্নে অনলাইনে রিটার্ন দাখিল করতে আহ্বান জানাচ্ছে এনবিআর।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত