Homeঅর্থনীতিআটার কারখানা নির্মাণে মেঘনা গ্রুপকে দুই কোটি ডলার দেবে এডিবি

আটার কারখানা নির্মাণে মেঘনা গ্রুপকে দুই কোটি ডলার দেবে এডিবি

[ad_1]

অত্যাধুনিক ও বিদ্যুৎ সাশ্রয়ী আটার কারখানা নির্মাণে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজকে দুই কোটি ডলার ঋণ সহায়তা দেবে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি)। এ লক্ষ্যে এডিবি সঙ্গে মেঘনা গ্রুপের ঋণের চুক্তি হয়েছে। আজ বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এর আগের দিন বুধবার (৪ ডিসেম্বর) মেঘনা গ্রুপের তানভীর ডাল মিল অ্যান্ড ফ্লাওয়ার মিলসের সঙ্গে এডিবির চুক্তি হয়েছে।

এডিবি থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই কারখানার নির্মাণের ফলে প্রতিষ্ঠানটির আটা উৎপাদনের সক্ষমতা দ্বিগুণ হবে। সেই সঙ্গে বিদ্যুতের ব্যবহার কমে যাবে ৩৭ শতাংশ। এতে যেমন পরিচালনা ব্যয় কমবে, তেমনি বার্ষিক কার্বন ডাই-অক্সাইড নির্গমন ৮ হাজার ২০০ টন কমে যাবে। এই কারখানায় ৬ লাখ ৬০ হাজার টন আটা উৎপাদিত হবে; বাড়বে দেশের খাদ্যনিরাপত্তা।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশে গমের চাহিদা বাড়ছে, কিন্তু অভ্যন্তরীণ উৎপাদন এখনো কম। ২০২২ সালে বাংলাদেশে গমের চাহিদা ছিল ৮ দশমিক ৮ মিলিয়ন টন বা ৮৮ লাখ টন, কিন্তু দেশে উৎপাদিত হয়েছে মাত্র ১০ লাখ টন। আমদানির ওপর এই অতি নির্ভরতার কারণে দেশের গম ভাঙিয়ে আটা উৎপাদনের সক্ষমতা বৃদ্ধি করা জরুরি।

আরও বলা হয়েছে, জ্বালানি–সাশ্রয়ী প্রযুক্তিতে বিনিয়োগ করা হলে আটা উৎপাদন খাতের টেকসই বিকাশ হবে। এতে দেশের ক্রমবর্ধমান আটার চাহিদা টেকসই পদ্ধতিতে মেটানো যাবে।

এডিবির বেসরকারি খাতবিষয়ক মহাপরিচালক সুজানে গাবুরি বলেন, বাংলাদেশের শিল্প খাতের টেকসই বিকাশে এই কারখানা গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হবে। মানসম্মত আটা উৎপাদনের পাশাপাশি এই কারখানায় বিদ্যুৎ সাশ্রয় হবে। ফলে এই কারখানা বাংলাদেশের খাদ্যনিরাপত্তা, অর্থনৈতিক উন্নয়ন ও পরিবেশের উন্নয়নে ভূমিকা পালন করবে। এ ছাড়া বাংলাদেশ যে কৃষি প্রক্রিয়াজাতকরণ খাতে গুরুত্ব দিতে চাচ্ছে, এই কারখানা সরকারের সেই লক্ষ্যমাত্রার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

মেঘনা গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা কামাল বলেন, দেশের খাদ্যনিরাপত্তা বৃদ্ধি করাই এই প্রকল্পের লক্ষ্য। এতে ১৬০ ব্যক্তির অতিরিক্ত কর্মসংস্থান হবে, সেই সঙ্গে ক্ষুদ্র ও মাঝারি খাতের দেড় লাখ উদ্যোক্তার সঙ্গে মেঘনা গ্রুপের অংশীদারি গড়ে উঠবে।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত