Homeঅর্থনীতিআন্তর্জাতিক মানসম্পন্ন ডায়াপারসহ চার পণ্য বাজারে আনল রেডিয়েন্ট কেয়ার লিমিটেড

আন্তর্জাতিক মানসম্পন্ন ডায়াপারসহ চার পণ্য বাজারে আনল রেডিয়েন্ট কেয়ার লিমিটেড

[ad_1]

বাংলাদেশের গ্রাহকদের আন্তর্জাতিক মানসম্পন্ন পণ্য ও সেবা দেওয়ার লক্ষ্যে কিন্ডার কমফি-ফিট প্যান্ট ডায়াপারসহ নতুন চারটি পণ্য বাজারে এনেছে রেডিয়েন্ট কেয়ার লিমিটেড। আন্তর্জাতিক সকল মান নিশ্চিত করে গ্রাহকদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে এসব পণ্য বাজারে এনেছে প্রতিষ্ঠানটি।

নতুন সম্ভাবনার দ্বারপ্রান্ত উন্মোচনে রেডিয়েন্ট কেয়ার লিমিটেড আজ শুক্রবার (২৯ নভেম্বর) ঢাকার রেডিসন ব্লু হোটেলের বল রুমে ‘আনভেইলিং ড্রিমস’ নামে জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে এসব পণ্যের মোড়ক উন্মোচন করেছেন কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর ডা. এ কিউ এম মহিউদ্দিন এবং ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর তাসফিয়া জাহেদী।

আনভেইলিং ড্রিমস অনুষ্ঠানে মূল প্রবন্ধ তুলে ধরেন কোম্পানির হেড অব মার্কেটিং ফজল মাহমুদ রনি ও হেড অব সেলস রিজওয়ান হামিদ সিজান।

এরপরই নতুন ৪টি পণ্য কিন্ডার কমফি-ফিট প্যান্ট ডায়াপার, উজ্জ্বল ডিটারজেন্ট পাউডার, গ্রেস উইংস স্যানিটারি ন্যাপকিন ও ড্যান জিরো অ্যান্টি ড্যানড্রাফ শ্যাম্পু এর মোড়ক উন্মোচন করেন কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর ডা. এ কিউ এম মহিউদ্দিন এবং ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর তাসফিয়া জাহেদী।

পণ্যগুলোর গুনাগুণ তুলে ধরে ডা. এ কিউ এম মহিউদ্দিন বলেন, কিন্ডার কমফি-ফিট প্যান্ট ডায়াপার একটি আন্তর্জাতিক মানসম্পন্ন প্যান্ট-সিস্টেম ডায়াপার। এতে যুক্ত হয়েছে ইনস্ট্যান্ট ড্রাই ফর্মুলা, যা প্রথম সেকেন্ড থেকেই শোষণ করতে সক্ষম।

তিনি আরও জানান, গ্রেস উইংস স্যানিটারি ন্যাপকিনের মূল উপাদান হিসেবে ব্যবহার করা হয়েছে এসএপি ও এডিএল। রেগুলার এবং হেবি ফ্লো উভয় ভ্যারিয়েন্টে পণ্যটি পাওয়া যাবে। এগুলোতে আছে এক্সপ্রেস ড্রাই টেকনোলজি ও ওয়াইডার এবজর্বশন চ্যানেল।

আজ শুক্রবার ঢাকার রেডিসন ব্লু হোটেলে ‘আনভেইলিং ড্রিমস’ নামে জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে চার পণ্যের মোড়ক উন্মোচন করেছে রেডিয়েন্ট কেয়ার লিমিটেড। ছবি: সংগৃহীত

আজ শুক্রবার ঢাকার রেডিসন ব্লু হোটেলে ‘আনভেইলিং ড্রিমস’ নামে জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে চার পণ্যের মোড়ক উন্মোচন করেছে রেডিয়েন্ট কেয়ার লিমিটেড। ছবি: সংগৃহীত

ডা. এ কিউ এম মহিউদ্দিন বলেন, ‘রেডিয়েন্ট কেয়ার লিমিটেড খুব অল্প সময়ের মধ্যে কোম্পানির সেলস নেটওয়ার্ক প্রসার করতে পেরেছে এবং দেশি পণ্য হিসাবে পণ্যের গুণগত মানের জন্য দ্রুত সময়ের মধ্যে ভোক্তাদের মনে আলাদা জায়গা করে নিতে পেরেছে। আমাদের ব্যবসায়িক সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখতে সামনের দিন গুলোতে আরও নতুন পণ্য উৎপাদনের পরিকল্পনা আমরা করেছি।’

কোম্পানির চেয়ারম্যান নাসের শাহরিয়ার জাহেদী বলেন, ‘রেডিয়েন্ট গ্রুপের ব্যবসায়িক ভিত্তি হচ্ছে কোয়ালিটি আর সেই ধারাবাহিকতা হিসাবে রেডিয়েন্ট কেয়ার লিমিটেড বিশ্বমানের পণ্য ভোক্তাদের জীবনমান উন্নয়নে সকলের নিকট পৌঁছে দেবে।’

রেডিয়েন্ট কেয়ার লিমিটেডের ডিস্ট্রিবিউটরদের জন্য আকর্ষণীয় র‍্যাফেল-ড্র ও জনপ্রিয় সংগীত শিল্পী বাপ্পা মজুমদারের মনোমুগ্ধকর সংগীত পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠানটি শেষ হয়।

অনুষ্ঠানে রেডিয়েন্ট কেয়ার লিমিটেডের অন্যান্য প্রতিষ্ঠানের এমডি, ডিএমডি, ডিরেক্টরসহ কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এ ছাড়া সারা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে কোম্পানির পরিবেশকগণ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

রেডিয়েন্ট কেয়ার লিমিটেড ২০২৩ সালে টয়লেট্রিজ পণ্যের বাজারজাতকরণের মধ্য দিয়ে ব্যবসায়িক যাত্রা শুরু করে। বর্তমানে প্রতিষ্ঠানটির ফ্যাব্রিক কেয়ার ব্র্যান্ড ‘রেডি’, স্কিন কেয়ার ব্র্যান্ড ‘কমেলি’, বেবি কেয়ার ব্র্যান্ড ‘কিন্ডার’, পার্সোনাল হাইজিন কেয়ার ব্র্যান্ড ‘রেক্সল’ এবং ফিমেল হাইজিন কেয়ার ব্র্যান্ড ‘শিউলি’ ভোক্তাদের মধ্যে যথেষ্ট ইতিবাচক সাড়া ফেলেছে।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত