Homeঅর্থনীতিআরলা ফুডস বাংলাদেশ লিমিটেডের নতুন ৩ পণ্য লঞ্চ

আরলা ফুডস বাংলাদেশ লিমিটেডের নতুন ৩ পণ্য লঞ্চ

[ad_1]

দেশের শীর্ষস্থানীয় ডেইরি কোম্পানি আরলা ফুডস বাংলাদেশ লিমিটেড ২০২৪ সালে তিনটি ব্র্যান্ড সফলভাবে বাজারজাত করেছে। এ উপলক্ষে আরলা ফুডস বাংলাদেশ লিমিটেডের সব পরিবেশক, ঢাকায় আরলা ফুডস বাংলাদেশের প্রধান কার্যালয় এবং গাজীপুরে অবস্থিত ফ্যাক্টরিতে এর সাফল্য উদ্‌যাপন করা হয়।

নতুন পণ্যগুলোর মধ্যে রয়েছে: ডানো ডিলাইট, আরলা ডানোর নতুন ফুলক্রিম মিল্ক পাউডার—যা ডেজার্ট এবং বিভিন্ন ধরনের রান্নার টেস্টকে আরও বাড়িয়ে তোলার জন্য তৈরি করা হয়েছে। চায়ের জন্য বিশেষভাবে প্রস্তুতকৃত আরলা ইজি ব্র‍্যান্ড—যেটি ১২ গ্রাম দুধ মাত্র ১০ টাকার প্যাকে পাওয়া যাচ্ছে।

এ ছাড়া, ডানো রেডি ইউএইচটি বাংলাদেশে ডানো’র সর্বপ্রথম লিকুইড দুধের ব্র্যান্ড। এর বিশ্বমানের ফ্যাক্টরি ও উন্নত প্রযুক্তি বাংলাদেশের ভোক্তাদের নিরাপদ তরল দুধ সরবরাহের নিশ্চয়তা দেবে।

এ প্রসঙ্গে আরলা ফুডস বাংলাদেশের হেড অব মার্কেটিং ইয়াশনা চৌধুরী বলেন, ‘আধুনিক বাংলাদেশিদের লাইফ স্টাইল এবং প্রয়োজনকে মাথায় রেখে ডানো নতুন নতুন প্রোডাক্ট সলিউশন নিয়ে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। বাংলাদেশের মানুষের দুধের পুষ্টির জোগান দিতে ও একটি সমৃদ্ধ বাংলাদেশ তৈরির লক্ষ্যে ভবিষ্যতে আরও উদ্ভাবনী পণ্য নিয়ে আসার ব্যাপারে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।’



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত