Homeঅর্থনীতিআশা দিল না ড. ইউনূসের বৈঠক, ফের পতন পুঁজিবাজারে

আশা দিল না ড. ইউনূসের বৈঠক, ফের পতন পুঁজিবাজারে


লাগাতার দরপতনে ধসে পড়া পুঁজিবাজার নিয়ে গত রোববার বৈঠক ডেকেছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আশায় বুক বেঁধেছিলেন বিনিয়োগকারীরা; তবে বৈঠক শেষে আশাহত হয়েছেন তাঁরা।

বিশ্লেষক ও পুঁজিবাজার সংশ্লিষ্টরা বলছেন, ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার গত ৯ মাসে পুঁজিবাজার স্থিতিশীল করার ক্ষেত্রে কার্যকর কিছু দেখাতে পারেনি। এরপরও প্রধান উপদষ্টো যখন পুঁজিবাজার নিয়ে বৈঠকের উদ্যোগ নিলেন, তখন সবার ভেতরে আশা জেগেছিল, ভালো কিছু হবে। কিন্তু যেভাবে, যাদের নিয়ে তিনি বৈঠক করলেন এবং যেসব নির্দেশনা দিলেন, তাতে সবাই হতাশ হয়েছেন। বিনিয়োগকারীদের মনে আস্থাহীনতার মেঘ আরও গাঢ় হয়েছে, যার প্রভাব দেখা গেছে গতকাল মঙ্গলবারের লেনদেনে।

এদিন প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক কমেছে প্রায় ১ শতাংশ। প্রধান সূচক ডিএসইএক্স ৪৬ দশমিক ৯৭ পয়েন্ট বা দশমিক ৯৫ শতাংশ কমে দাঁড়িয়েছে ৪ হাজার ৮৭৪ পয়েন্টে। লেনদেন হয়েছে সাড়ে তিনশ কোটি টাকার কম।

অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেরও (সিএসই) হাল একই। সার্বিক সূচক কমেছে প্রায় ৩৭ পয়েন্ট। আর লেনদেন ছিল সাত কোটি টাকার ঘরে।

এর আগে রোববার পুঁজিবাজার নিয়ে বৈঠকের পর প্রধান উপদেষ্টার পক্ষ থেকে ৫টি নির্দেশনা আসে। এগুলো হলো- সরকারি কোম্পানি তালিকাভুক্ত করা, দেশি-বিদেশি বড় কোম্পানি তালিকাভুক্ত করা, দুর্নীতিবাজ কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, ব্যাংকনির্ভরতা কমিয়ে বন্ডের মাধ্যমে পুঁজিবাজার থেকে পুঁজির জোগান এবং বিদেশি বিশেষজ্ঞ (ফরেন এক্সপার্ট) এনে ৩ মাসে পুঁজিবাজার সংস্কার করা।

পুঁজিবাজারের চলমান সংকটের প্রেক্ষাপটে এসব নির্দেশনা কী কাজে দেবে, তা নিয়ে অংশীজনদের মাঝে বিস্তৃতভাবে সংশয় দেখা গেছে। কেউ কেউ এসব সিদ্ধান্তকে হাস্যকর বলেছেন। পুঁজিবাজারসংশ্লিষ্টরা বলছেন, প্রধান উপদেষ্টার বৈঠকে যেসব নির্দেশনা এসেছে, তার কোনোটিই নতুন নয়। আর বিদেশি থেকে বিশেষজ্ঞ আনার সিদ্ধান্তের কোনো যৌক্তিকতা নেই। বরং দেশের পুঁজিবাজারের অংশীজনদের সঙ্গে নিয়ে সুপরিকল্পিত ও অংশগ্রহণমূলক সংস্কার প্রক্রিয়ায় সব সমস্যার সমাধান সম্ভব। কিন্তু সে বিষয়ে কোনো নির্দেশনা এল না।

একটি ব্রোকারেজ হাউজের ব্যবস্থাপনা পরিচালক আজকের পত্রিকাকে বলেন, ‘১৯৯৫ সালে একটি আধুনিক স্টক এক্সচেঞ্জ হিসেবে সিএসই প্রতিষ্ঠা করা গিয়েছিল। এখন পুঁজিবাজার সংস্কারে বিদেশি লাগবে কেন? আমাদের কি মেধা নেই? সেই মেধার চর্চা কি আমরা করেছি?’

বিনিয়োগকারী, বিশ্লেষক, বাজার মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানসহ পুঁজিবাজারের সব অংশীজনের মতে, পুঁজিবাজার সংস্কারের ক্ষেত্রে ভুল পতে হাঁটছে সরকার ও নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি। বিদেশ থেকে বিশেষজ্ঞ আনার প্রয়োজন নেই। দরকার কৌশল পরিবর্তনের।

একটি ব্রোকারেজ হাউজের শীর্ষ কর্মকর্তা আজকের পত্রিকাকে বলেন, ‘অংশীজনদের বাদ দিয়েই সংস্কার কর্ম পরিচালনা করছেন বিএসইসি চেয়ারম্যান। তাঁর কথাতেই সরকার প্রেসক্রিপশন দিচ্ছে। ফলে কোনো কাজই হচ্ছে না। এর প্রতিফলন হচ্ছে, পুঁজিবাজারে ভয়াবহ পরিস্থিতি। অংশীজনদের বাদ দিয়ে যে বাজারের কোনো উন্নতি করা যাবে না, সেটার প্রতিফলন দেখা যাচ্ছে বাজারে।’

নাম প্রকাশ না করার শর্তে একটি মার্চেন্ট ব্যাংকের শীর্ষ কর্মকর্তা আজকের পত্রিকাকে বলেন, ‘ড. ইউনূসের পুঁজিবাজারসংক্রান্ত সভার পরও যখন বাজার নেতিবাচক, বিনিয়োগকারীদের আস্থা নেতিবাচক, তখন বুঝতে হবে যে, এটা পুঁজিবাজারের জন্য দীর্ঘমেয়াদি খারাপ বার্তা বহন করে।’

বিনিয়োগকারী সানী মাহমুদ আজকের পত্রিকাকে বলেন, ‘গত ৫ আগস্ট ফ্যাসিস্ট সরকারের পতনের পর ১৫ বছরের অপশাসন থেকে রক্ষা পেয়ে আশায় বুক বেঁধেছিলাম আমরা বিনিয়োগকারীরা। ভেবেছিলাম, নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি প্রভাবমুক্ত, এবার পুঁজিবাজার ভালো হবে। কিন্তু, কিছুই হয়নি। নিয়ন্ত্রক সংস্থা অভ্যন্তরীণ শৃঙ্খলাই ফেরাতে পারেনি। তাহলে পুঁজিবাজার ভালো হওয়া তো দূরে থাক, এই কমিশনের দ্বারা কিছুই সম্ভব নয়।’

বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের নেতৃত্বাধীন কমিশনের ওপর আস্থা রাখতে পারছেন না অংশীজনেরা। তাঁরা বলছেন, অংশীজন, বিনিয়োগকারী, সাংবাদিক—কারও সঙ্গে কোনো যোগাযোগ নেই কমিশনের। তাঁরা সবার থেকে বিচ্ছিন্ন। সবার থেকে দূরত্ব তৈরি করে রেখেছেন। এভাবে পুঁজিবাজারে উন্নয়ন সম্ভব নয়।

এ বিষয়ে বিনিয়োগকারী মুক্তাদির আহমেদ বলেন, ‘আগে লুটপাট হলেও আমরা অন্তত নিয়ন্ত্রক সংস্থার কাছ থেকে তাদের কার্যক্রমগুলো জানতে পারতাম। এখন সেটাও জানতে পারি না। একদম অন্ধকারে থাকি। এই কমিশন পদত্যাগ করলেই পুঁজিবাজার ঠিক হয়ে যাবে। তাঁদের ওপর কারোরই আস্থা নেই। তাঁরা পুঁজিবাজারও বোঝেন না। এমন অবস্থায় কোনো ভালো কোম্পানিই পুঁজিবাজারে আসতে চাইবে না।’





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত