Homeঅর্থনীতিইউরোপীয় ইউনিয়নের পণ্যে ৯ জুলাই পর্যন্ত শুল্ক স্থগিত করলেন ট্রাম্প

ইউরোপীয় ইউনিয়নের পণ্যে ৯ জুলাই পর্যন্ত শুল্ক স্থগিত করলেন ট্রাম্প

[ad_1]

ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর পণ্য আমদানিতে শুল্ক আরোপ ৯ জুলাই পর্যন্ত স্থগিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল রোববার, ট্রাম্প নিজেই এ কথা নিশ্চিত করেছেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।

ট্রাম্প জানান, ইউরোপীয় ইউনিয়ন কমিশন প্রেসিডেন্ট উরসুলা ভন ডের লিয়েনের সঙ্গে তাঁর খুবই হৃদ্যতাপূর্ণ ফোনালাপ হয়েছে। আর এ কারণেই শুল্কারোপে এই বিলম্ব কার্যকর হয়েছে।

নিউজার্সির মরিসটাউন মিউনিসিপ্যাল বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘ভন ডের লিয়েন বেশ গুরুত্বের সঙ্গে দর-কষাকষি করতে চেয়েছেন। তিনি অনুরোধ করেছেন জুনের এক তারিখের বদলে তারিখটা পিছিয়ে ৯ জুলাই করা যায় কিনা। আমি তাঁর অনুরোধ রেখেছি। খুব শিগগিরই এ নিয়ে তিনি আলাপ করতে চান।’

সাংবাদিকদের সঙ্গে কথোপকথনের পরই ট্রাম্প নিজের ট্রুথ সোশ্যালে একটি পোস্ট করে লেখেন, ‘খুব শিগগিরই আলাপ শুরু হবে।’

এর আগে সামাজিক মাধ্যম এক্সেও এক পোস্ট করে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট ভন ডের লিয়েনও জানিয়েছেন, ট্রাম্পের সঙ্গে ফোনালাপ হয়েছে তাঁর। পোস্টে তিনি লেখেন, ‘ইউরোপীয় ইউনিয়ন এবং যুক্তরাষ্ট্রের বাণিজ্য সম্পর্ক বিশ্বের সবচেয়ে তাৎপর্যপূর্ণ এবং কাছের। ইউরোপ দ্রুত ও দৃঢ়ভাবে আলোচনা এগিয়ে নিতে প্রস্তুত। একটা ভালো চুক্তিতে পৌঁছাতে ৯ জুলাই পর্যন্ত ওই সময়টুকু আমাদের প্রয়োজন।’

এর আগে, গত শুক্রবারই ট্রাম্প বলেছিলেন, ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে কোনো বাণিজ্য চুক্তি করতে চান না। তিনি জানান, ইইউ থেকে আমদানি করা সব পণ্যে ৫০ শতাংশ শুল্ক আগামী ১ জুন থেকে কার্যকর হবে। এর আগে গত মাসে ইউরোপীয় ইউনিয়নের ওপর ২০ শতাংশ পাল্টা শুল্ক আরোপ করেন ট্রাম্প। শুল্কারোপের ঘোষণা দেওয়া হলেও এখনো পর্যন্ত কোনো শুল্ক কার্যকর করা হয়নি। এটিকে যুক্তরাষ্ট্রের চাপ প্রয়োগের একটি কৌশল বলছেন অনেকে।

বিশ্লেষকদের মতে, ট্রাম্প একদিকে বলছেন তিনি চুক্তি করতে আগ্রহী নন, অন্যদিকে ইউরোপীয় পণ্যে একের পর এক শুল্ক আরোপ করছেন—কিন্তু সেগুলো কার্যকর করার সময় বারবার পেছানো হচ্ছে। মূলত ইউরোপকে আলোচনায় বসতে বাধ্য করতেই এই কৌশল দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট।

এদিকে, ইউরোপীয় ইউনিয়নের ওপর শুল্ক কার্যকরের তারিখ পেছানোর ঘোষণা আসতেই প্রতিক্রিয়া দেখাতে শুরু করেছে বিভিন্ন দেশের শেয়ার বাজার। আজ সোমবার এশিয়ার শেয়ারবাজারগুলোতে কিছুটা চাঙাভাব দেখা গেছে। জাপানের প্রধান শেয়ার সূচক নিক্কেই ২২৫ সূচক প্রাথমিক লেনদেনে ০ দশমিক ৮ শতাংশ পর্যন্ত বেড়েছে। দক্ষিণ কোরিয়ার কসপি সূচক বেড়েছে ০ দশমিক ৯ শতাংশ। চীনের সাংহাই কম্পোজিট সূচক বেড়েছে ০ দশমিক ৩ শতাংশ। তবে তাইওয়ানের তাইয়েক্স এবং অস্ট্রেলিয়ার এসঅ্যান্ডপি/এএসএক্স ২০০ সূচক ছিল প্রায় অপরিবর্তিত। অন্যদিকে হংকংয়ের হ্যাং সেং সূচক কমেছে ০ দশমিক ৩ শতাংশ।

বাণিজ্য নীতির ক্ষেত্রে ডোনাল্ড ট্রাম্প বারবার এমন কিছু বিষয়ের ওপর জোর দিয়েছেন, যেগুলো তিনি ‘অর্থনৈতিক নয়, এমন বাণিজ্য প্রতিবন্ধকতা’ (নন মনেটারি ট্রেড ব্যারিয়ারস) বলে বর্ণনা করেন। এই ধরনের প্রতিবন্ধকতা বলতে বোঝায়—এমন কিছু নিয়ম বা বাধা যা সরাসরি টাকার অঙ্কে শুল্ক নয়, কিন্তু অন্য দেশের পণ্য আমদানিতে জটিলতা তৈরি করে। পাশাপাশি ট্রাম্প তাদের বিরুদ্ধেও অবস্থান নিয়েছেন, যাদের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতি রয়েছে। মার্কিন বাণিজ্য বিভাগের তথ্য অনুযায়ী, গত বছর ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ২৩৬ বিলিয়ন ডলারের একটি বিশাল বাণিজ্য ঘাটতির মুখোমুখি হয়েছে যুক্তরাষ্ট্র।

রোববার দেওয়া বক্তব্যে ট্রাম্প বলেন, তিনি মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্টের একটি সাম্প্রতিক মন্তব্যের সঙ্গে আংশিকভাবে একমত—যেখানে বেসেন্ট বলেছিলেন, যুক্তরাষ্ট্রে টেক্সটাইল বা পোশাক শিল্প আবার ফিরিয়ে আনার দরকার নেই। ট্রাম্প বলেন, ‘আমরা জুতা বা টি-শার্ট বানাতে চাই না। আমরা সামরিক সরঞ্জাম তৈরি করতে চাই। আমরা বড় জিনিস তৈরি করতে চাই। আমরা এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) নিয়ে কাজ করতে চাই।’



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত