Homeঅর্থনীতিইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের সভাপতি সাঈদ আহমেদ

ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের সভাপতি সাঈদ আহমেদ

[ad_1]

বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন ৮০টি বেসরকারি বিমা কোম্পানির মালিকদের শীর্ষ সংগঠন। ৮০টি কোম্পানির মধ্যে ৩৫টি লাইফ ও ৪৫টি নন-লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি। বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের ২০২৫-২০২৬ মেয়াদের নির্বাচনে ৭৬টি বিমা কোম্পানির প্রতিনিধি ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হন। ২২ ফেব্রুয়ারি  নির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়। ৭৬ জন ভোটারের মধ্যে ৫৩ জন ভোটার সরাসরি ভোট প্রদানের মাধ্যমে ২০ জন নির্বাহী কমিটির সদস্য নির্বাচিত করেন। এখানে উল্লেখ্য যে, লাইফ থেকে ১০ জন সদস্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। অপরদিকে নন-লাইফ ইন্স্যুরেন্সের ১৯ জন প্রার্থীর মধ্যে ১০ জন সরাসরি ভোটের মাধ্যমে নির্বাচিত হয়েছেন।

নির্বাহী কমিটির ২০ জন সদস্য গত ২৩ ফেব্রুয়ারি সাঈদ আহমেদকে প্রেসিডেন্ট, আদিবা রহমানকে প্রথম ভাইস-প্রেসিডেন্ট ও  কাজী সাখাওয়াত হোসেন (লিন্টু)-কে ভাইস প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত করেন।

প্রেসিডেন্ট সাঈদ আহমেদ বর্তমানে গ্লোবাল ইন্স্যুরেন্স লিমিটেডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি একজন উদ্যোক্তা ও শিল্পপতি হিসেবে ব্যবসায়িক সফলতা অর্জন করেছেন। তিনি বাংলাদেশ চেক টেকনোলজি লি. ও পিউরিটি ফুডস লিমিটেডের চেয়ারম্যান, ভ্যানটেজ সিকিউরিটিজ লি,, সিটি হোমস্ লি. ও আল-তাইয়ার ইন্টারন্যাশনাল লি. এর ব্যবস্থাপনা পরিচালক। তিনি আহমেদ শিপিং লাইন্স, আহমেদ ইনল্যান্ড শিপিং এজেন্সি, এ.কে. ইন্টারন্যাশনাল এবং আহমেদ এয়ারওয়েজ সার্ভিসেসের স্বত্বাধিকারী। এছাড়া তিনি দি ফারমার্স ব্যাংক লি. (পদ্মা ব্যাংক লি.) এর পরিচালনা পর্ষদের নির্বাহী কমিটি ও রিস্ক ম্যানেজমেন্ট কমিটির সাবেক চেয়ারম্যান এবং একজন উদ্যোক্তা শেয়ারহোল্ডার। তিনি বাংলাদেশ কার্গো ভেসেল ওনার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট।

প্রথম ভাইস-প্রেসিডেন্ট আদিবা রহমান বর্তমানে তিনি ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন ও তিনি ডেল্টা লাইফ সিকিউরিটিজের চেয়ারম্যান।

ভাইস-প্রেসিডেন্ট কাজী সাখাওয়াত হোসেন (লিন্টু) বর্তমানে তিনি অগ্রণী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান ও এমসিও ট্রেডিং ইন্টারন্যাশনাল (প্রাইভেট লি.) লিমিটেডের চেয়ারম্যান।

নির্বাহী কমিটির নির্বাচিত অন্য ১৭ জন সদস্য হলেন— আব্দুল্লাহ আল মাহমুদ, চেয়ারম্যান, ক্রিস্টাল ইন্স্যুরেন্স,  হোসেন আখতার, চেয়ারম্যান, সিটি ইন্স্যুরেন্স,  মজিবুল ইসলাম, চেয়ারম্যান, সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স,  মোহাম্মদ ফখরুল ইসলাম, চেয়ারম্যান, ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স,  আমিন হেলালী, ভাইস-চেয়ারম্যান, বেঙ্গল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স,  বেলাল আহমেদ, পরিচালক, জনতা ইন্স্যুরেন্স, সৈয়দ বদরুল আলম, পরিচালক, বেস্ট লাইফ ইন্স্যুরেন্স,  তায়েফ বিন ইউসুফ, পরিচালক, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স,  আরিফ সিকদার, পরিচালক, এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স,  বি এম ইউসুফ আলী, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও, পপুলার লাইফ ইন্স্যুরেন্স, ফারজানাহ চৌধুরী, মুখ্য নির্বাহী কর্মকর্তা, গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স,  জালালুল আজিম, মুখ্য নির্বাহী কর্মকর্তা, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, ইমাম শাহীন, মুখ্য নির্বাহী কর্মকর্তা, এশিয়া ইন্স্যুরেন্স, কাজিম উদ্দিন, মুখ্য নির্বাহী কর্মকর্তা, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স, ড. এ কে এম সারোয়ার জাহান জামিল, মুখ্য নির্বাহী কর্মকর্তা, রিপাবলিক ইন্স্যুরেন্স, আবদুল মতিন সরকার, মুখ্য নির্বাহী কর্মকর্তা, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স, এস এম নুরুজ্জামান, মুখ্য নির্বাহী কর্মকর্তা, জেনিথ ইসলামি লাইফ ইন্স্যুরেন্স।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত