“জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সংশ্লিষ্ট কর্মকর্তাদের চলমান আন্দোলনের প্রেক্ষাপটে যেসব যুক্তিযুক্ত মতামত ও প্রস্তাব এসেছে, সেগুলো গুরুত্বসহকারে বিবেচনায় নেওয়া হবে”— এমন কথা বলেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
মঙ্গলবার (২০ মে) বাংলাদেশ সচিবালয়ে অর্থ উপদেষ্টার দফতরের সভাকক্ষে ‘রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ, ২০২৫’ বিষয়ক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন। সভায় এনবিআর সংস্কার বিষয়ক পরামর্শক কমিটির সদস্য, বিসিএস (কর) ক্যাডার ও বিসিএস (শুল্ক ও আবগারি) ক্যাডারের কর্মকর্তাদের প্রতিনিধিরা অংশ নেন।
অর্থ উপদেষ্টা বলেন, “একটি আধুনিক, দক্ষ ও জবাবদিহিমূলক রাজস্ব ব্যবস্থার ভিত্তি তৈরি করতেই এ অধ্যাদেশ প্রণয়ন করা হয়েছে। কারও ন্যায্য অধিকার উপেক্ষিত হবে না। সবাইকে সম্পৃক্ত করেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।”
সভায় আরও উপস্থিত ছিলেন— পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান; বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান; অর্থ বিভাগের সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার এবং এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান এফসিএমএ।
সভায় এনবিআরের সংশ্লিষ্ট কর্মকর্তারা অধ্যাদেশের বিভিন্ন ধারা নিয়ে তাদের উদ্বেগ, মতামত ও সুপারিশ তুলে ধরেন। তাদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন অর্থ উপদেষ্টা ও সংশ্লিষ্ট নীতিনির্ধারকরা।
সভায় অংশগ্রহণকারীরা বলেন, সরকারের এই আলোচনামুখী উদ্যোগ রাজস্ব প্রশাসনে আস্থা ফিরিয়ে আনবে এবং কাঙ্ক্ষিত সংস্কার কার্যকরভাবে বাস্তবায়নের পথ তৈরি করবে।