Homeঅর্থনীতিএনবিআর কর্মকর্তা-কর্মচারীর নতুন কর্মসূচি ঘোষণা শনিবার

এনবিআর কর্মকর্তা-কর্মচারীর নতুন কর্মসূচি ঘোষণা শনিবার


অংশীজনদের মতামত উপেক্ষা করে জারি করা জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বিলুপ্তির অধ্যাদেশ বাতিলসহ তিন দাবি তুলেছেন প্রতিষ্ঠানটির কর্মকর্তা-কর্মচারীরা। পাশাপাশি তাঁরা জানিয়েছেন আগামী শনিবারের মধ্যে অধ্যাদেশ বাতিল না হলে নতুন কর্মসূচির ঘোষণা দেবেন তাঁরা।

আজ বৃহস্পতিবার (১৫ মে) বিকেলে এনবিআরের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীদের সম্মিলিত প্ল্যাটফর্ম ‘এনবিআর সংস্কার ঐক্য পরিষদ’-এর ব্যানারে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়।

এ ছাড়া সংবাদ সম্মেলনে এনবিআর সংস্কার পরামর্শক কমিটির প্রতিবেদন প্রকাশ এবং সব অংশীজনের অংশগ্রহণ নিশ্চিত করে সংস্কার কার্যক্রম এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন তাঁরা।

রাজধানীর আগারগাঁওয়ে এনবিআর ভবনের নিচতলায় সংবাদ সম্মেলনে বক্তব্য দেন এনবিআরের অতিরিক্ত কমিশনার সিফাত-ই-মরিয়ম, উপকমিশনার মোস্তাফিজুর রহমান ও নিপুণ চাকমা।

মোস্তাফিজুর রহমান বলেন, ‘আমরা এনবিআর তথা রাজস্ব প্রশাসন সংস্কারের বিরোধী নই। জাতীয় রাজস্ব বোর্ডের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীগণ রাজস্ব ব্যবস্থা সংস্কারের দাবি দীর্ঘদিন ধরে করে আসছে। আমরা চাই, এই সংস্কার যৌক্তিক ও গ্রহণযোগ্য হবে, দেশের স্বার্থ ও উন্নয়নধর্মী দর্শন এতে প্রতিফলিত হবে। রাজস্ব প্রশাসন অধিকতর কার্যকর, প্রগতিশীল ও দুর্নীতিমুক্ত হবে। সংস্কার কোনো গোষ্ঠীগত কায়েমি স্বার্থ হাসিলের হাতিয়ার হবে না।’

সিফাত-ই-মরিয়ম বলেন, ‘আমাদের দাবি হলো প্রণীত রাজস্ব অধ্যাদেশ অবিলম্বে বাতিল করা; জাতীয় রাজস্ব বোর্ড সংস্কার-সংক্রান্ত পরামর্শক কমিটির প্রতিবেদন জনসমক্ষে প্রকাশ করা; পরামর্শক কমিটির প্রতিবেদন এবং অর্থনৈতিক অবস্থা বিষয়ক শ্বেতপত্র আলোচনা-পর্যালোচনাপূর্বক প্রত্যাশী সংস্থাসমূহ, ব্যবসায়ী সংগঠন, সুশীল সমাজ, রাজনৈতিক নেতৃত্বসহ সকল অংশীজনের মতামত নিয়ে সমন্বিত, অংশগ্রহণমূলক ও টেকসই রাজস্ব ব্যবস্থা সংস্কার করা।’

অধ্যাদেশ বাতিলের দাবিতে গতকাল বুধবার থেকে ঐক্য পরিষদের ব্যানারে কলম বিরতি পালন করে আসছেন এনবিআরের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীরা। আজ বৃহস্পতিবারও সকাল ১০টা থেকে বেলা ৩টা পর্যন্ত কলম বিরতি পালন করেন তাঁরা। পূর্বঘোষণা অনুযায়ী শনিবারেও একই সময়ে কলম বিরতি চলবে।

এদিন কলম বিরতির পরেই বিকেলে সংবাদ সম্মেলনে ডাকে ঐক্য পরিষদ। সেখানে জানানো হয়, আগামী শনিবারের মধ্যে অধ্যাদেশ বাতিল করা না হলে পূর্বঘোষণা অনুযায়ী সকাল ১০টা থেকে ৩টা পর্যন্ত কলম বিরতি পালনের পরে নতুন করে কর্মসূচি ঘোষণা করা হবে।

গত সোমবার (১২ মে) মধ্যরাতে এনবিআর বিলুপ্ত করে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা নামে দুটি বিভাগ করার বিষয়ে অধ্যাদেশ জারি করে অন্তর্বর্তী সরকার। গত ১৭ এপ্রিল উপদেষ্টা পরিষদে খসড়া অনুমোদনের ২৫ দিন পর এই অধ্যাদেশ জারি করা হয়।

অধ্যাদেশের খসড়াতেই আপত্তি জানিয়ে এটি বাতিলের দাবি তোলেন আয়কর ও শুল্ক ক্যাডারের সদস্যদের সমিতি। ক্যাডার সার্ভিসের বাইরের কর্মকর্তা-কর্মচারীরাও এই দাবির পক্ষে এক জোট হন।

তবে শুরুতে কর্মকর্তাদের দাবির পক্ষে অনড় থাকলেও ধীরে পরে দুই সমিতির শীর্ষ নেতারা পিছু হটেন। আর এতে সমিতির পদে থাকা অনেক কর্মকর্তা গতকাল পদত্যাগ করেন। অধ্যাদেশ বাতিল করে সবার মতামত নিয়ে নতুন করে অধ্যাদেশ জারির দাবিতে ঐক্য পরিষদের ব্যানারে কর্মসূচি অব্যাহত রেখেছেন এনবিআর কর্মকর্তারা-কর্মচারীরা।

এদিকে কর্মকর্তা ও কর্মচারীদের কলম বিরতির মধ্যেই এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খানের পদত্যাগের দাবিতে মানববন্ধন করেছে ‘ফ্যাসিবাদবিরোধী জনতা’। আজ বেলা ১টার দিকে রাজস্ব ভবনের সামনে এই মানববন্ধন হয়। বেলা ২টার মধ্যেই তা শেষ হয়ে যায়।

ফ্যাসিবাদবিরোধী জনতার ব্যানারে বক্তব্য দেন সাকিব হোসেন। তিনি নিজেকে গণঅধিকার পরিষদের উচ্চ পরিষদের সদস্য হিসেবে পরিচয় দেন।

এনবিআর চেয়ারম্যানকে ফ্যাসিবাদের দোসর আখ্যা দিয়ে সাকিব হোসেন বলেন, ‘আবদুর রহমান খান কীভাবে এনবিআরের চেয়ারে বসল? বাংলাদেশের রাজস্ব খাত, অর্থনীতির মেরুদণ্ডের মাথায় সে কীভাবে বসল?’

সাকিব বলেন, ‘সে (এনবিআর চেয়ারম্যান) যত জ্ঞানী-গুণী হোক, বাংলাদেশে ফ্যাসিবাদের দোসর কোনো সচিব-আমলাকে আমরা গুরুত্বপূর্ণ পদে দেখতে চাই না। ফ্যাসিবাদী আমলাদের রাষ্ট্রযন্ত্র থেকে উৎখাত করতে হবে।’

এক প্রশ্নের জবাবে সংস্কারের পক্ষে-বিপক্ষে স্লোগানের বিষয়ে উপকমিশনার মোস্তাফিজুর রহমান বলেন, ‘বাইরে এনবিআরের সংস্কারের পক্ষে-বিপক্ষে যে আলোচনা ও স্লোগান হচ্ছে, সেসবের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। এনবিআর সংস্কার ঐক্য পরিষদ দীর্ঘদিন ধরেই এ আন্দোলন করে আসছে। এতে কোনো গোষ্ঠী স্বার্থ হাসিলের উদ্দেশ্য আছে কি না, তা-ও আমাদের জানা নেই।’





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত