Homeঅর্থনীতিএবার পালিত হচ্ছে না জাতীয় বিমা দিবস

এবার পালিত হচ্ছে না জাতীয় বিমা দিবস

[ad_1]

টানা পাঁচ বছর পালনের পর এবার পালিত হচ্ছে না জাতীয় বিমা দিবস। পাঁচ বছর ধরে প্রতি ১ মার্চ দিবসটি পালিত হচ্ছিল। তবে এ বছর জাতীয় বিমা দিবসের পাশাপাশি বিমা মেলাও অনুষ্ঠিত হচ্ছে না বলে জানিয়েছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) ও অর্থ মন্ত্রণালয়ের সূত্র।

এ বিষয়ে জানতে চাইলে আইডিআরএর এক পরিচালক নাম প্রকাশ না করার শর্তে আজকের পত্রিকাকে বলেন, ‘জাতীয় বিমা দিবস পালন করতে মন্ত্রণালয়ের পক্ষ থেকে নির্দেশনা প্রয়োজন হয়। কিন্তু এ বছর আমাদের কোনো নির্দেশনা দেওয়া হয়নি।’

অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক বলেন, এবার জাতীয় বিমা দিবস পালিত হচ্ছে না।

প্রসঙ্গত, ১৯৬০ সালের ১ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তৎকালীন আলফা ইনস্যুরেন্স কোম্পানিতে যোগ দিয়েছিলেন। সে ঘটনাকে স্মরণ করে আওয়ামী লীগ সরকার ২০২০ সালে ১ মার্চকে জাতীয় বিমা দিবস ঘোষণা করে। এরপর ২০২০, ২০২১, ২০২২, ২০২৩ ও ২০২৪ সালে দিবসটি পালন করা হয়।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত