Homeঅর্থনীতিক্যাডেট কলেজে ভর্তির আবেদন ফি পরিশোধ বিকাশে

ক্যাডেট কলেজে ভর্তির আবেদন ফি পরিশোধ বিকাশে

[ad_1]

প্রতিবছরের মতো এবারও দেশের ১২টি ক্যাডেট কলেজে ভর্তি পরীক্ষার আবেদন ফি সহজেই পরিশোধ করা যাচ্ছে বিকাশে। ভর্তি–ইচ্ছুক শিক্ষার্থী বা তাঁদের অভিভাবকেরা ক্যাডেট কলেজে ভর্তির ওয়েবসাইটে আবেদন করে বিকাশের মাধ্যমে এই ফি দিতে পারছেন ১৫ ডিসেম্বর পর্যন্ত। এর সঙ্গে পাচ্ছেন ৫০ টাকার ডিসকাউন্ট কুপন। পরবর্তী পাঁচ দিনের মধ্যে ন্যূনতম ৩০০ টাকার পণ্য বা সেবা কিনে বিকাশ পেমেন্ট করার সময় এই কুপনটি ব্যবহার করে ডিসকাউন্টটি পাওয়া যাবে।

আগামী ৪ জানুয়ারি অনুষ্ঠিত হবে ক্যাডেট কলেজে ভর্তির লিখিত পরীক্ষা। ক্যাডেট কলেজগুলোর ভর্তি পরীক্ষার আবেদনপত্র পূরণ পদ্ধতি এবং ফি সম্পর্কে বিস্তারিত জানা যাবে সংশ্লিষ্ট ওয়েবসাইট-১ অথবা ওয়েবসাইট-২ ঠিকানায়। আবেদন করতে ওয়েবসাইটে ঢুকে অ্যাডমিশন মেন্যুতে গিয়ে ‘অ্যাপ্লাই নাউ বা সাইন আপ’ বাটনে ক্লিক করতে হবে। পরবর্তীতে নাম, মোবাইল নম্বর, পাসওয়ার্ড, ই-মেইল, ও জন্ম তারিখ দিয়ে সাইন আপ করতে হবে।

পরের ধাপে, ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করে ‘পেমেন্ট’ অপশন থেকে বিকাশ সিলেক্ট করে নির্ধারিত ফি (২ হাজার ৫০০ টাকা) পেমেন্ট করতে হবে। সফলভাবে আবেদন ফি জমা দেওয়ার পর আবেদনকারীরা তাদের ফোনে এ বিষয়ে একটি এসএমএস নোটিফিকেশন পাবেন।

দেশে বর্তমানে ছেলেদের ৯টি এবং মেয়েদের ৩টি সহ মোট ১২টি ক্যাডেট কলেজ রয়েছে। এই কলেজগুলোতে ভর্তি পরীক্ষার আবেদন ফি বিকাশে পেমেন্ট করে আবেদনকারীরা শর্তসাপেক্ষে ৩ থেকে ৪ কার্যদিবসের মধ্যে পেতে পারেন ৫০ টাকার ডিসকাউন্ট কুপন।

একাডেমিক ফি থেকে শুরু করে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ভর্তির আবেদন ফি-সহ বিভিন্ন ফি বিকাশের মাধ্যমে পরিশোধ করাই এখন সবচেয়ে সহজ এবং জনপ্রিয়। বর্তমানে এক হাজারেরও বেশি সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের ভর্তি ও একাডেমিক ফি-সহ বিভিন্ন ফি পরিশোধ করা যাচ্ছে বিকাশে।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত