Homeঅর্থনীতিখুলনায় গ্রিড বিপর্যয়ের ঘটনায় তদন্ত কমিটি

খুলনায় গ্রিড বিপর্যয়ের ঘটনায় তদন্ত কমিটি

[ad_1]

খুলনায় গ্রিড বিপর্যয়ের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) উপ-উপাচার্য আবদুল হাসিব চৌধুরীকে আহ্বায়ক করে আট সদস্যের কমিটিকে আগামী সাত কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

রবিবার (২৭ এপ্রিল) বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপ-সচিব মোহাম্মদ সোলাইমান সই করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

কমিটির সদস্য সচিব হিসেবে আছেন বিদ্যুৎ বিভাগের সিনিয়র সহকারী সচিব মো.মাজহারুল ইসলাম। কমিটির অন্য সদস্যরা হলেন– বুয়েটের অধ্যাপক ড. মো. এহসান, খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার ফিরোজ শাহ, পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (আরইবি) সদস্য (পিঅ্যান্ডডি) মো. শহীদুল ইসলাম, ওয়েস্টজোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ওজোপাডিকো) প্রধান প্রকৌশলী (পরিচালন) মো. আব্দুল মজিদ, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) তত্ত্বাবধায়ক প্রকৌশলী (সিস্টেম প্রটেকশন ও টেস্টিং কমিশনিং সেল) মো.আতিকুর রহমান,  পাওয়ার গ্রিড বাংলাদেশ (পিজিবি) পিএলসির প্রধান প্রকৌশলী মোহম্মদ ফয়জুল কবির।

কমিটি গ্রিড বিপর্যয়ের কারণ নির্ণয়, গ্রিড বিপর্যয়ের ক্ষেত্রে ব্যক্তি বা প্রতিষ্ঠানের দায় নির্ধারণ, ভবিষ্যতে গ্রিড বিপর্যয় পরিহারের লক্ষ্যে সুপারিশ করবে। কমিটি প্রয়োজনে এক বা একাধিক সদস্যকে কো-অপ্ট করতে পারবে।

শনিবার (২৬ এপ্রিল) বিকাল ৫টা ৪৫ মিনিট থেকে রাত ৭টা ২২ মিনিট পর্যন্ত খুলনা অঞ্চলে গ্রিড বিপর্যয় (গোপালগঞ্জ-আমিন বাজার গ্রিড) ঘটে। এরপর ঘণ্টাখানেকের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত