Homeঅর্থনীতিগরুতে ৫, ছাগলে ২ টাকা বাড়ল প্রতি বর্গফুটে

গরুতে ৫, ছাগলে ২ টাকা বাড়ল প্রতি বর্গফুটে


আসন্ন কোরবানির ঈদে লবণযুক্ত গরুর চামড়ার প্রতি বর্গফুটে ৫ টাকা এবং ছাগলে ২ টাকা পর্যন্ত দাম বাড়িয়েছে সরকার। পাশাপাশি ঢাকায় ছোট গরুর একটি চামড়ার সর্বনিম্ন মূল্য নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৩৫০ টাকা, আর ঢাকার বাইরে ১ হাজার ১৫০ টাকা।

গতকাল রোববার বাণিজ্য মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য জানিয়ে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেন, ঢাকায় প্রতি বর্গফুট গরুর চামড়ার দাম এবার নির্ধারণ করা হয়েছে ৬০ থেকে ৬৫ টাকা। গত বছর ছিল ৫৫ থেকে ৬০ টাকা। ঢাকার বাইরে দর হবে ৫৫ থেকে ৬০ টাকা, যা আগের বছর ছিল ৫০ থেকে ৫৫ টাকা।

বাণিজ্য উপদেষ্টা বলেন, ‘এ বছর প্রতি বর্গফুট চামড়ার দামের পাশাপাশি ছোট গরুর আয়তন হিসেবে সর্বনিম্ন দামও নির্ধারণ করে দিয়েছি। এ বছর গরুর লবণযুক্ত চামড়ার সর্বনিম্ন দাম ১ হাজার ১৫০ টাকা নির্ধারণ করে দেওয়া হয়েছে। এ দাম ঢাকায় হবে ১ হাজার ৩৫০ টাকা। আর বড় গরুর ক্ষেত্রে চামড়ার আকার অনুযায়ী দর নির্ধারণ হবে ক্রেতা-বিক্রেতার আলোচনায়।’

এ ছাড়া, লবণযুক্ত খাসির চামড়ার প্রতি বর্গফুটের দাম ২২ থেকে ২৭ টাকা এবং বকরির চামড়া ২০ থেকে ২২ টাকা নির্ধারণ করা হয়েছে। গত বছর এই দাম যথাক্রমে ছিল ২০ থেকে ২৫ এবং ১৮ থেকে ২০ টাকা।

চামড়া সংরক্ষণে সরকার বিনা মূল্যে লবণ দেবে জানিয়ে উপদেষ্টা বলেন, ‘আমরা ৮৬ হাজার কসাইকে প্রশিক্ষণ দিয়েছি। দুটি তথ্যচিত্র তৈরি করেছি, যেখানে দেখানো হবে কীভাবে চামড়া ঠিকভাবে সংরক্ষণ করতে হয়।’

ঈদুল আজহার সময় ঢাকায় অতিরিক্ত চামড়ার ভিড় ঠেকাতে ঈদের পর ১০ দিন ঢাকায় বাইরের চামড়া ঢুকতে দেওয়া হবে না। পাশাপাশি, কাঁচা চামড়া রপ্তানির ওপর থাকা নিষেধাজ্ঞাও তিন মাসের জন্য শিথিল করা হচ্ছে বলে জানান তিনি।

সংবাদ সম্মেলনে বাণিজ্যসচিব মাহবুবুর রহমান এবং অতিরিক্ত সচিব (রপ্তানি) মো. আবদুর রহমান খান উপস্থিত ছিলেন।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত