Homeঅর্থনীতিঘূর্ণিঝড় রিমালের ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে শাহজালাল ইসলামী ব্যাংক

ঘূর্ণিঝড় রিমালের ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে শাহজালাল ইসলামী ব্যাংক

[ad_1]

ঘূর্ণিঝড় রিমালের কারণে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছে শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি। তাদের করপোরেট সামাজিক দায়বদ্ধতা কর্মসূচির অংশ হিসেবে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ক্ষতিগ্রস্তদের মধ্যে ঢেউটিন বিতরণ করা হয়েছে।

গত ৩১ মে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ধুলাসার ইউনিয়নের আলহাজ জালাল উদ্দিন কলেজ মিলনায়তনে এই ঢেউটিন বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। বাংলাদেশ সেনাবাহিনীর সহযোগিতায় মোট ২৪০টি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে দুই বান করে টেউটিন দেওয়া হয়।

আলহাজ জালাল উদ্দিন কলেজের প্রভাষক ইউসুফ আলীর সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসির পরিচালক ইঞ্জিনিয়ার মো. তৌহিদুর রহমান (সিআইপি)।

বিশেষ অতিথি ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল আলামিন, শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসির পরিচালক মো. মশিউর রহমান চমক, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ইমতিয়াজ ইউ. আহমেদ, বাংলাদেশ ফ্রিল্যান্সার ডেভেলপমেন্ট সোসাইটির চেয়ারম্যান ডা. তানজিবা রহমান, জুম ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ট্রেনিং সেন্টারের চেয়ারম্যান মোহাম্মদ আহসানুল কবির ভূঁইয়া ও সিনিয়র সাংবাদিক বদরুল আলম নাবিল।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে, শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসির করপোরেট প্রধান কার্যালয়ের এফএভিপি মোহাম্মদ তরিকুল ইসলাম হিরণ এবং পেমেন্ট অ্যান্ড সেটেলমেন্ট বিভাগের এফইও এস এম কবির হোসেনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত