Homeঅর্থনীতিচট্টগ্রামে ফিনলে সাউথ সিটি র‍্যাফেল ড্র অনুষ্ঠিত, প্রথম পুরস্কার সেডান কার

চট্টগ্রামে ফিনলে সাউথ সিটি র‍্যাফেল ড্র অনুষ্ঠিত, প্রথম পুরস্কার সেডান কার

[ad_1]

চট্টগ্রাম নগরীর বহদ্দারহাটে অভিজাত শপিংমল ফিনলে সাউথ সিটিতে অনুষ্ঠিত হলো গ্র্যান্ড ওপেনিং এবং ঈদ বিক্রয় উৎসব ২০২৫-এর মেগা র‍্যাফেল ড্র। গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টায় ড্র-এর মাধ্যমে গাড়ি, আইফোন, ল্যাপটসসহ আকর্ষণীয় সব পুরস্কারজয়ী নাম ঘোষণা করা হয়।

সম্প্রতি শেষ হওয়া ঈদ উৎসব উপলক্ষে ফিনলে সাউথ সিটির দোকানগুলো থেকে কেনাকাটা করে যারা কুপন সংগ্রহ করেছেন এবং জমা দিয়েছেন, তাঁদের মধ্য থেকে লটারির মাধ্যমে ২০ জন বিজয়ীকে বেছে নেওয়া হয়েছে।

র‍্যাফেল ড্রতে প্রথম পুরস্কার জয়ী পাবেন একটি সেডান কার। দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ও পঞ্চম পুরস্কার হিসেবে রয়েছে যথাক্রমে আইফোন ১৬ প্রো ম্যাক্স, ল্যাপটপ, স্মার্ট টিভি এবং রেফ্রিজারেটর। এ ছাড়া স্মার্টফোন, স্মার্ট ঘড়িসহ সব মিলিয়ে ২০টি আকর্ষণীয় পুরস্কারজয়ী ক্রেতার নাম ঘোষণা করা হয়েছে।

পুরস্কার পাওয়া কুপন নম্বরগুলোর ভেতর প্রথম তিনজন হলেন—প্রথম ১৪৮৩৫৪, দ্বিতীয় ০৮৬০৬৮ ও তৃতীয় ১৩০৯৬৮। যথাক্রমে ৪র্থ থেকে ২০ তম অপর নম্বরগুলো হচ্ছে-০৮০৬৭৬, ০৪১০৭৪, ১৫৬৮২৬, ১১০৭৯৫, ০৩৬২৪২, ০২৮০৯৯, ০৬৫৪৩৩, ১০০৮৭৫, ০৮৫৯২১, ১৪৯৪৫৩, ০৫৮১০৯, ১৪৪৩৭৯, ১৩৫২৫২, ০২৩৯৩০, ০৩৭১৩৩, ১৭৩৯৪৪ ও ০১২৯১৮।

র‍্যাফেল ড্র অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফিনলে সাউথ সিটি শপ ওনার্স অ্যাসোসিয়েশনের উপদেষ্টা আবদুল মাবুদ শমসের, ফিনলে প্রপার্টিজ লিমিটেডের হেড অব অপারেশন (ইঞ্জিনিয়ারিং বিভাগ) অশোক বিশ্বাস, সিনিয়র জেনারেল ম্যানেজার মোহাম্মদ আবদুল্লাহ নাসের, ফিনলে সাউথ সিটি শপ ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ আলী, সহসভাপতি মোরশেদুল ইসলাম, সাধারণ সম্পাদক মোহাম্মদ আইয়ুব খানসহ ওনার্স অ্যাসোসিয়েশনের সদস্যবৃন্দ। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নিশিতা বড়ুয়া।

আগামী ২৮ মে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে। এতে উপস্থিত থাকবেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন এবং ফিনলে প্রোপার্টিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মুফাখখারুল ইসলাম খসরু।

তবে ২৬ মে-এর আগে বিজয়ীদের সুনির্দিষ্ট প্রমাণসহ সাউথ সিটি শপ ওনার্স অ্যাসোসিয়েশনের অফিসে সশরীরে যোগাযোগ করে উপহার নিশ্চিত করতে হবে।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত