বাংলাদেশ রফতানি প্রক্রিয়াজাতকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা) চলতি ২০২৪-২৫ অর্থবছরে এ পর্যন্ত দেশি-বিদেশি ৩২টি প্রতিষ্ঠান থেকে মোট ৪৮০ মিলিয়ন মার্কিন ডলারের বিনিয়োগ নিশ্চিত করেছে।
মঙ্গলবার (১৩ মে) রাজধানীর বেপজা কমপ্লেক্সে চীনের কুইংডাও ডংফাং প্যাকেজিং টেকনোলজি লিমিটেডের সঙ্গে এক চুক্তি সই অনুষ্ঠানে এ তথ্য জানানো হয়। প্রতিষ্ঠানটি পাবনার ইশ্বরদী ইপিজেডে একটি প্যাকেজিং ও এক্সেসরিজ কারখানা স্থাপন করবে।
চুক্তি সই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমান এবং কুইংডাও ডংফাং প্যাকেজিং টেকনোলজির চেয়ারম্যান সং শিলিয়াং।
বেপজার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, কুইংডাও ডংফাং প্রতিষ্ঠানটি ইশ্বরদী ইপিজেডে ৪৫ লাখ মার্কিন ডলার বিনিয়োগের মাধ্যমে বছরে ৫২ লাখ ৫০ হাজার ডজন পলি ব্যাগ, হ্যাং ট্যাগ ও পেপার ট্যাগ উৎপাদন করবে। এতে প্রায় ২৪০ জন বাংলাদেশি নাগরিকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।
বেপজার নির্বাহী চেয়ারম্যান চীনা প্রতিষ্ঠানটিকে ইপিজেডে বিনিয়োগের জন্য ধন্যবাদ জানিয়ে বলেন, ‘আমরা বিনিয়োগকারীদের জন্য একটি নিরাপদ ও সহায়ক পরিবেশ নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।’ তিনি আরও বলেন, ‘চীনা বিনিয়োগকারীরা বাংলাদেশের অন্যান্য খাতেও বিনিয়োগের সুযোগ খুঁজে দেখতে পারেন।’
বেপজার আওতাধীন ৮টি ইপিজেডে বর্তমানে দেশি-বিদেশি শতাধিক প্রতিষ্ঠান তাদের কার্যক্রম পরিচালনা করছে।