Homeঅর্থনীতিজুস রফতানিতে মিলবে নগদ প্রণোদনা

জুস রফতানিতে মিলবে নগদ প্রণোদনা

[ad_1]

স্থানীয়ভাবে উৎপাদিত ফলজাত পাল্প থেকে প্রস্তুত করা জুস এবং ড্রিংকস রফতানির বিপরীতে নগদ সহায়তা দেওয়া হবে। এতে রফতানিকারকরা ১০ শতাংশ হারে নগদ প্রণোদনা পাবেন। বৃহস্পতিবার (২১ নভেম্বর) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ ব্যাংক।

কেন্দ্রীয় ব্যাংক জানায়, কৃষিপণ্য (শাকসবজি/ফলমূল) ও প্রক্রিয়াজাত (অ্যাগ্রো প্রসেসিং) কৃষিপণ্য রফতানিতে নগদ সহায়তা সম্পর্কে নতুন নির্দেশনা দেওয়া হয়েছে। এর ফলে এখন থেকে স্থানীয়ভাবে উৎপাদিত ফলজাত পাল্প থেকে প্রস্তুত করা জুস এবং ড্রিংকস রফতানির বিপরীতে নগদ সহায়তা পাবেন রফতানিকারকরা।

নির্দেশনায় কৃষিপণ্য ও প্রক্রিয়াজাত কৃষিপণ্য রফতানিতে নগদ সহায়তা প্রসঙ্গে বলা হয়েছে, ২০১৯ সালে জারি করা এ সংক্রান্ত এক সার্কুলারে ফল ও সবজি থেকে উৎপাদিত সব ধরনের পেস্ট, ফ্রুটবার, টিনজাত সামগ্রী, ডিহাইড্রেটেড সামগ্রী, জুস, ড্রিংকস রফতানির বিপরীতে নগদ সহায়তা প্রদানের নির্দেশনা রয়েছে। এর সঙ্গে দেশের অভ্যন্তরে অবস্থিত সহযোগী বা ভিন্ন প্রতিষ্ঠান থেকে গৃহীত এবং স্থানীয়ভাবে উৎপাদিত ফলজাত পাল্প থেকে প্রস্তুত করা জুস এবং ড্রিংকস রফতানির বিপরীতে নগদ সহায়তা প্রযোজ্য হবে।

কৃষিপণ্য ও প্রক্রিয়াজাত কৃষিপণ্য রফতানির বিপরীতে রফতানি প্রণোদনা বা নগদ সহায়তা প্রদান সংক্রান্ত আগে জারি করা সার্কুলারের অন্য নির্দেশনা অপরিবর্তিত থাকবে। চলতি বছরের ১ জুলাই থেকে কৃষিপণ্য (শাকসবজি/ফলমূল) ও প্রক্রিয়াজাত (অ্যাগ্রো প্রসেসিং) কৃষিপণ্য রফতানিতে ১০ শতাংশ হারে নগদ সহায়তা পেয়ে আসছেন রফতানিকারকরা।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত