Homeঅর্থনীতিটেসলার এক সপ্তাহে চীনে বৈদ্যুতিক গাড়ি বিক্রির রেকর্ড

টেসলার এক সপ্তাহে চীনে বৈদ্যুতিক গাড়ি বিক্রির রেকর্ড

[ad_1]

চলতি মাসের প্রথম সপ্তাহে চীনে ২১ হাজার ৯০০ ইলেকট্রিক গাড়ি বিক্রি করেছে টেসলা। আজ বুধবার রয়টার্সের এক প্রতিবেদনে জানা যায়, ডিসেম্বরের প্রথম সপ্তাহে চীনে টেসলার ইভি গাড়ির বিক্রি চতুর্থ প্রান্তিকের মধ্যে সর্বোচ্চ সাপ্তাহিক বিক্রি।

গত ত্রৈমাসিক প্রান্তিকে চীনে টেসলার আয় কমে গিয়েছিল। জুলাই–সেপ্টেম্বর প্রান্তিকে প্রথমবারের মতো টেসলাকে পেছনে ফেলে চীনের শীর্ষস্থানীয় বৈদ্যুতিক গাড়ি (ইভি) নির্মাতা প্রতিষ্ঠান বিওয়াইডি। টেসলার চেয়ে তিন বিলিয়ন ডলার বেশি আয় করে বিওয়াইডি। তবে গাড়ি বিক্রিতে এগিয়ে ছিল টেসলা।

নভেম্বরে টেসলা চীনে ৭৩ হাজারেরও বেশি গাড়ি বিক্রি করে, যা এ বছরের মাসিক বিক্রির রেকর্ড। চলতি বছর চীনে সর্বাধিক বিক্রিত যাত্রীবাহী গাড়ি হিসেবে ৫ লাখ ৫৬ হাজারটি ইভি মডেল ওয়াই গাড়ি বিক্রি করেছে টেসলা।

চীনে প্রতিযোগিতায় টিকে থাকতে মডেল ওয়াই গাড়িতে বিশেষ ছাড় দিয়েছে টেসলা। এ ছাড়াও অন্যান্য সুবিধার দিয়ে বছর শেষে চীনা বাজারে বিক্রি বাড়াতে চায় টেসলা। কিছু অঞ্চলে বিক্রিতে মন্দা চললেও টেসলার বৈশ্বিক বিক্রি ঊর্ধ্বমুখী রয়েছে।

মডেল ওয়াই কেনায় নির্দিষ্ট সময়সীমার মধ্যে ১০ হাজার ইউয়ান অর্থাৎ ১ হাজার ৩৭৫ ডলার ছাড় দিয়েছে টেসলা। চলতি বছরের শেষে প্রতিযোগিতায় চীনা কোম্পানি বিওয়াইডির কাছে পিছিয়ে পড়ায় এই পদক্ষেপ নিলো কোম্পানিটি।

এর আগে বিবিসির এক প্রতিবেদনে জানা যায়, পেট্রোলচালিত গাড়ি ছেড়ে বৈদ্যুতিক বা হাইব্রিড গাড়ি কিনতে জনগণকে ভর্তুকি দিচ্ছে চীনা সরকার। যে কারণে চীনে এমন গাড়ির চলন বেড়েই চলেছে। সুইস প্রতিষ্ঠান ইউবিএসের গবেষণা পূর্বাভাস অনুযায়ী, ২০৩০ সালের মধ্যে চীনের ৬০ শতাংশ গাড়িই হবে বৈদ্যুতিক।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত