Homeঅর্থনীতিট্রাইস্টার সিকিউরিটিজের সনদ বাতিল করল ডিএসই

ট্রাইস্টার সিকিউরিটিজের সনদ বাতিল করল ডিএসই


ব্রোকারেজ প্রতিষ্ঠান ট্রাইস্টার সিকিউরিটিজ লিমিটেডের ট্রেক সনদ বাতিল করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। প্রতিষ্ঠানটির ট্রেক নম্বর ছিল ২৫৯। গতকাল সোমবার ডিএসইর ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ডিএসই জানায়, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ট্রেডিং রাইট এন্টাইটেলমেন্ট সার্টিফিকেট (ট্রেক) বিধিমালা, ২০২০-এর ৭ (৩) ধারা অনুযায়ী এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ট্রাইস্টার সিকিউরিটিজ বিধিমালার ৩ (২) (গ) ধারা লঙ্ঘন করায় সনদ বাতিলের প্রক্রিয়া সম্পন্ন হয়।

ডিএসইর পক্ষ থেকে বিনিয়োগকারীদের নিজ নিজ হিসাব পর্যালোচনা করে দ্রুত দেনাপাওনা নিষ্পত্তির অনুরোধ জানানো হয়েছে। তবে কোনো বিনিয়োগকারীর যদি নিষ্পত্তি নিয়ে আপত্তি থাকে, তাহলে ২০ মের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্রসহ লিখিতভাবে ডিএসইর চিফ রেগুলেটরি অফিসার (সিআরও) বরাবর অভিযোগ দাখিল করতে বলা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে ট্রাইস্টার সিকিউরিটিজ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জুলফিকার রায়হান বলেন, ‘ক্যাপিটাল শর্টফলের কারণে আমাদের নেট ওর্থ ঘাটতি তৈরি হয়। এ কারণেই সনদ বাতিল করা হয়েছে। আমরা সনদ রক্ষার আবেদন করেছিলাম, কিন্তু তা গৃহীত হয়নি। তাই আমরা আর ব্যবসা চালাব না।’





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত