Homeঅর্থনীতিডলারের বিপরীতে ভারতীয় রুপির দাম তলানিতে

ডলারের বিপরীতে ভারতীয় রুপির দাম তলানিতে

[ad_1]

মার্কিন ডলারের বিপরীতে রুপির মান সর্বকালের সর্বনিম্ন পর্যায়ে নেমেছে। আজ বুধবার ডলারের বিপরীতে ভারতীয় মুদ্রা ৮৪ রুপি ৭৬ পয়সায় নেমে আসে। ডলারের তেজিভাব ও তেলের দাম বৃদ্ধির মধ্যে আজ ভারতীয় মুদ্রার মান ৮ পয়সা কমে তলানিতে ঠেকে। দেশটির বার্তা সংস্থা পিটিআই এসব তথ্য জানায়।

আজ বুধবার আন্তঃব্যাংক মুদ্রা বিনিময়ে প্রতি ডলারে বিপরীতে ভারতীয় মুদ্রার মান ছিল ৮৪.৬৬ রুপি। এই দরে দিনের লেনদেন শুরু হয়ে ৮৪.৬৫ থেকে ৮৪.৭৬ রুপির মধ্যে ওঠানামা করতে থাকে। দিন শেষে রুপি ৮৪.৭৬ পয়েন্টে স্থির হয়।

বিশেষজ্ঞরা বলছেন, ডলারের শক্তিশালী অবস্থান এবং ভারতের অর্থনৈতিক মন্দার শঙ্কা মুদ্রাবাজারে এই অস্থিরতার কারণ হয়ে দাঁড়িয়েছে। দীর্ঘমেয়াদে রুপির এই দুর্বলতা আরও গভীর হতে পারে। কারণ বিনিয়োগকারীরা ডলারকেই তুলনামূলক নিরাপদ সম্পদ হিসেবে বিবেচনা করছেন।

বাজার পরিস্থিতি আরও উত্তেজনাপূর্ণ হতে পারে বলে ধারণা করছেন অর্থনীতিবিদরা। এর আগে গতকাল মঙ্গলবার দিন শেষে মুদ্রার দাম ৮৪ দশমিক ৭৫ রুপি।

চলতি অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) ভারতের জিডিপি প্রবৃদ্ধির গতি কমে গেছে। ওই সময় প্রবৃদ্ধি হয়েছে ৫ দশমিক ৪ শতাংশ, যেটা প্রায় দুই বছরের মধ্যে সর্বনিম্ন। আগের বছর একই সময়ে দেশটির প্রবৃদ্ধি হয়েছে ৮ দশমিক ১ শতাংশ। মূলত উৎপাদন খাতের ধীরগতির কারণেই প্রবৃদ্ধি কমেছে। সেই সঙ্গে ভারতের বিদেশি মুদ্রার রিজার্ভ কমছে।

এএনজেডের অর্থনীতিবিদ ধীরাজ নিম বলেন, ‘ভারতের দুর্বল জিডিপি প্রবৃদ্ধি এবং আরবিআইয়ের বৈদেশিক মুদ্রা রিজার্ভের পতন রুপির জন্য দুর্বল অবস্থার ইঙ্গিত দিচ্ছে। দেশটির অর্থনৈতিক পরিস্থিতি এবং বিনিয়োগকারীদের আস্থার অভাব রুপির অবনমন অবশ্যম্ভাবী করে তুলছে। বাজারে এখন আরবিআইয়ের কার্যকর পদক্ষেপ খুবই গুরুত্বপূর্ণ।’



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত