Homeঅর্থনীতিদেশের ২০ বিলিয়ন ডলার পাচার হয়েছে: গভর্নর

দেশের ২০ বিলিয়ন ডলার পাচার হয়েছে: গভর্নর

[ad_1]

দেশের ১৮ থেকে ২০ বিলিয়ন ডলার পাচার হয়ে গেছে বলে মনে করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। তবে এসব ডকুমেন্টেড বা নথিবদ্ধ করা সময়সাপেক্ষ। এখন সেই কাজ চলছে। সবকিছু ঠিকঠিকভাবে সম্পন্ন করা গেলে পরে তা ফেরত আনতে উদ্যোগ নেওয়া হবে।

আজ মঙ্গলবার বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) বার্ষিক রিপোর্ট প্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে গভর্নর এ কথা বলেন। বাংলাদেশ ব্যাংকের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ সময় বিএফআইইউ প্রধান এএফএম শাহীনুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

গভর্নর বলেন, ‘পাচার হওয়া অর্থ ফেরত আনার লক্ষ্যে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। যৌথ তদন্ত দল কাজ করছে। প্রয়োজনে আরও দল করা হবে।’

বিএফআইইউ-এর প্রধান কর্মকর্তা এএফএম শাহীনুল ইসলাম বলেন, ‘রিপোর্ট প্রদানকারী সংস্থাগুলোর মধ্যে সচেতনতা, দক্ষতা ও বিএফআইইউ—এর সক্রিয় কার্যক্রমের কারণেই সন্দেহজনক লেনদেন রিপোর্টের পরিমাণ বেড়েছে।’

বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) ২০২৩-২৪ অর্থবছরে ব্যাংকসহ রিপোর্ট প্রদানকারী সংস্থাগুলো থেকে সর্বমোট ১৭ হাজার ৩৪৫টি সন্দেহজনক লেনদেন কার্যক্রম (এসটিআর/এসএআর) সংক্রান্ত প্রতিবেদন গ্রহণ করেছে, যা পূর্ববর্তী অর্থবছরের তুলনায় প্রায় ২২ দশমিক ৯৬ শতাংশ বেশি।

বিএফআইইউ—এর বার্ষিক প্রতিবেদন ২০২৩-২৪ প্রকাশ উপলক্ষে সভায় বলা হয়, গত অর্থবছরে ১১৪টি আর্থিক গোয়েন্দা প্রতিবেদন বিভিন্ন তদন্তকারী সংস্থায় পাঠিয়েছে এবং এক হাজার ২২০টি তথ্য আদান-প্রদান করেছে, যা আগের বছরের তুলনায় ১৩ দশমিক ৯১ শতাংশ বেশি। আর মানি লন্ডারিং ও সন্ত্রাসী কার্যে অর্থায়ন প্রতিরোধ কার্যক্রম জোরদারকরণের ফলে বাসেল অ্যান্টি-মানি লন্ডারিং (এএমএল) ২০২৪ এর সূচকে বাংলাদেশ ১৩ ধাপ এগিয়ে ৫৯ নম্বরে অবস্থান করছে।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত