Homeঅর্থনীতিনগদ প্রশাসকের ওপর হামলায় এবিবির নিন্দা

নগদ প্রশাসকের ওপর হামলায় এবিবির নিন্দা

[ad_1]

মোবাইল ফাইন্যান্সিয়াল সেবাদানকারী প্রতিষ্ঠান নগদে বাংলাদেশ ব্যাংকের পরিচালক ও প্রশাসক মুহাম্মদ বদিউজ্জামান দিদারের ওপর হামলার নিন্দা জানিয়েছে বাণিজ্যিক ব্যাংকের নির্বাহীদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ (এবিবি) লিমিটেড। আজ রোববার এক বিবৃতিতে হামলার নিন্দা জানান এবিবির চেয়ারম্যান ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সেলিম আর এফ হোসেন।

বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ ব্যাংক-নিযুক্ত প্রশাসকের ওপর আক্রমণ শুধু ব্যক্তির ওপরই নয়, বরং দেশের আইন ও বিচারব্যবস্থার প্রতি সরাসরি হুমকি। আইনের শাসন দ্বারা পরিচালিত সমাজে এ ধরনের কর্মকাণ্ডের কোনো স্থান নেই।

ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ নিয়ে তাঁদের বিচারের আওতায় আনার জন্য যথাযথ কর্তৃপক্ষের কাছে আহ্বান জানান এবিবির চেয়ারম্যান।

তিনি আরও বলেন, ‘দেশের আর্থিক প্রতিষ্ঠানগুলোতে সুশাসন, স্বচ্ছতা এবং জবাবদিহি সমুন্নত রাখার প্রচেষ্টায় বাংলাদেশ ব্যাংকের পাশে থেকে সহায়তা করার ব্যাপারে এবিবি প্রতিশ্রুতিবদ্ধ। আইনের শাসনকে সর্বোচ্চ সম্মান জানিয়ে আর্থিক খাতকে বিপর্যস্ত করার যেকোনো চেষ্টার বিরুদ্ধে সকল স্টেকহোল্ডারকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাচ্ছি।’

গত বুধবার বিকেলে রাজধানীর বনানী ১২ নম্বর সড়কে নগদের প্রশাসক মুহম্মদ বদিউজ্জামান দিদারের ওপর হামলা হয়। এতে তিনি ও তাঁর গাড়িচালক আহত হন। হামলাকারীরা হাতুড়ি দিয়ে তাঁর গাড়িও ভাঙচুর করে।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত