বিজ্ঞপ্তি
প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৪, ১৮: ৪০
নারী ক্রিকেটে প্রযুক্তির ছোঁয়ায় ট্রফি উন্মোচন। ছবি: সংগৃহীত
নারী ক্রিকেটে যা আগে করা হয়নি, তাই আয়োজন করা হলো মিরপুরের শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে। অভিনব প্রযুক্তির ছোঁয়ায় উন্মোচিত হলো সেনোরা আয়ারল্যান্ড উইমেন্স ট্যুর অব বাংলাদেশ ২০২৪ পাওয়ার্ড বাই রুচি সিরিজের ট্রফি। ট্রফি উন্মোচনের এমন আয়োজন আগে বাংলাদেশে করা হয়নি বলে দাবি সংশ্লিষ্টদের।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সার্বিক সহযোগিতায় বিজ্ঞাপনী সংস্থা মিডিয়াকম লিমিটেড অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে সেনোরার বক্স থেকে ট্রফি উন্মোচনের এই আয়োজন করে। জমকালো আয়োজন দেখে বাংলাদেশ নারী দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ও আয়ারল্যান্ড নারী দলের অধিনায়ক গ্যাবি লুইসও বেশ খুশি হয়েছেন। ট্রফি উন্মোচন অনুষ্ঠানে তাঁদের অভিব্যক্তিই সেটা বলে দিয়েছে।
এই ট্রফি দখল করার লক্ষ্যে ২৭ নভেম্বর মাঠে নামবে দুই দল।
প্রথমবারের মতো দ্বিপক্ষীয় সিরিজ খেলতে বাংলাদেশে এসেছে আয়ারল্যান্ডের নারী দল। তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে দুই দল। সিরিজের ম্যাচগুলো সরাসরি টি-স্পোর্টসে দেখা যাবে।