Homeঅর্থনীতিপুলিশের ওপর হামলা মামলায় বিএনপির সাবেক এমপি মঞ্জু খালাস

পুলিশের ওপর হামলা মামলায় বিএনপির সাবেক এমপি মঞ্জু খালাস


খুলনায় পুলিশের ওপর হামলার অভিযোগে করা মামলায় মহানগর বিএনপির সাবেক সভাপতি ও সাবেক এমপি নজরুল ইসলাম মঞ্জুসহ ২৮ নেতা-কর্মী বেকসুর খালাস পেয়েছেন।

আজ সোমবার মহানগর হাকিম আদালত-১-এর বিচারক মো. রাকিবুল ইসলাম এ রায় ঘোষণা করেন।

খালাস পাওয়া অন্যদের মধ্যে আছেন—মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সিটি করপোরেশনের সাবেক মেয়র মনিরুজ্জামান মনি, মহানগর বিএনপির সাবেক উপদেষ্টা জাফরুল্লাহ খান সাচ্চু, বিএনপি নেতা তারিকুল ইসলাম, আসাদুজ্জামান মুরাদ, শেখ জামিরুল ইসলাম, মেহেদী হাসান সোহাগ ও নগর ছাত্রদলের সাবেক সভাপতি শরিফুল ইসলাম বাবু।

বিএনপি নেতাদের আইনজীবী গোলাম মাওলা বলেন, ২০২১ সালের ২২ নভেম্বর দলীয় কার্যালয়ের সামনে কর্মসূচি চলাকালে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আল মামুনের নেতৃত্বে বিএনপি নেতাদের ওপর হামলা চালায় পুলিশ। এ সময় মঞ্জু, তারিকুলসহ সিনিয়র নেতাদের লাঠিপেটা করা হয়। এ ঘটনায় উল্টো বিএনপি নেতাদের বিরুদ্ধেই মামলা করে পুলিশ। কিন্তু পুলিশ যথাযথ সাক্ষ্যপ্রমাণ উপস্থাপনে ব্যর্থ হওয়ায় আদালত আসামিপক্ষের সবাইকে খালাস দিয়েছেন।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত