Homeঅর্থনীতিফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ব্র্যান্ড কমিউনিকেশন প্রধান হলেন খায়রুল হাসান

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ব্র্যান্ড কমিউনিকেশন প্রধান হলেন খায়রুল হাসান

[ad_1]

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসিতে পাবলিক অ্যাফেয়ার্স অ্যান্ড ব্র্যান্ড কমিউনিকেশন বিভাগের প্রধান হিসেবে যোগ দিয়েছেন মো. খায়রুল হাসান।

তিনি এর আগে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসিতে ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশন, বিজনেস প্রমোশন ও মার্কেটিংসহ বিভিন্ন বিভাগ এবং শাখায় দায়িত্ব পালন করেন। এই ব্যাংকে তিনি ১৩ বছরেরও বেশি সময় গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন।

খায়রুল হাসান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি ভাষা ও সাহিত্যে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পর কর্মজীবন শুরু করেন বাংলাদেশ সংবাদ সংস্থায়(বাসস)। পরবর্তীতে তিনি ব্র্যাক বিশ্ববিদ্যালয়, সাউথ এশিয়া ফাউন্ডেশনসহ (বাংলাদেশ চ্যাপ্টার) একাধিক দেশীয় ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানে কাজ করেন।

পেশাগত জীবনে তিনি বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রোফেশনালস (বিইউপি) থেকে এমবিএ, জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি এবং বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে কামিল (মাস্টার্স) ডিগ্রি অর্জন করেন।

ইসলামী অর্থায়ন খাতে তার রয়েছে আন্তর্জাতিক স্বীকৃতি। তিনি বাহরাইনভিত্তিক ‘অ্যাকাউন্টিং অ্যান্ড অডিটিং অর্গানাইজেশন ফর ইসলামিক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন্স (AAOIFI)’ থেকে ‘সার্টিফায়েড শরিয়াহ অ্যাডভাইজর অ্যান্ড অডিটর (CSAA)’ ফেলোশিপ অর্জন করেছেন।

দ্য ইনস্টিটিউট অব ব্যাংকার্স বাংলাদেশ (আইবিবি) থেকে ‘ডিপ্লোমায়েড অ্যাসোসিয়েট’ খেতাব অর্জন ছাড়াও তিনি ইসলামী ব্যাংকিংয়ের বিভিন্ন প্রফেশনাল ডিগ্রি লাভ করেছেন।

চাকরির পাশাপাশি তিনি নিয়মিত লেখালেখি করছেন ইসলামী অর্থনীতি ও সমসাময়িক বিষয় নিয়ে। করপোরেট রাইটিংসহ তার লেখা বেশ কয়েকটি গ্রন্থ ইতোমধ্যে পাঠকমহলে প্রশংসিত হয়েছে।

খায়রুল হাসান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক ছিলেন। পাশাপাশি তিনি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সঙ্গেও সক্রিয়ভাবে যুক্ত। তার জন্ম পাবনা জেলার সাঁথিয়া উপজেলায়।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত