Homeঅর্থনীতিবঙ্গবন্ধুর ছবি থাকায় ঈদে নতুন নোট বিতরণ স্থগিত

বঙ্গবন্ধুর ছবি থাকায় ঈদে নতুন নোট বিতরণ স্থগিত

[ad_1]

প্রচলিত রীতি মেনে এবার ঈদের আগে নোট বাজারে না ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। আজ সোমবার (১০ মার্চ) কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, অনিবার্য কারণে ঈদের আগে নতুন নোট বাজারের ছাড়ার সিদ্ধান্ত স্থগিত করা হয়েছে। ফলে দেশের ব্যাংকগুলো থেকে এবার কোনো নতুন নোট মিলবে না।

তবে সংশ্লিষ্ট সূত্রের তথ্যমতে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি সংবলিত নতুন নোট বাজারে ছাড়া এড়াতেই এমন সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় ব্যাংক। টাকায় শেখ মুজিবের ছবি থাকায় কয়েকটি পক্ষ থেকে আপত্তি উঠেছে। এমন পরিস্থিতিতে ঈদ সামনে রেখে নতুন নোট বিতরণ কার্যক্রম স্থগিত করতে ব্যাংকগুলোকে চিঠি দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

তবে বাজারে শেখ মুজিবুর রহমানের ছবিসহ যেসব নোট আছে, সেগুলোর ব্যবহার অব্যাহত থাকবে। আগামী মাসের মধ্যে নতুন নকশার নোট বাজারে আনতে চেষ্টা চালিয়ে যাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। নতুন নোট বাজারে আনতে সাধারণত ১৫-১৬ মাস সময় লাগে। তবে নতুন টাকা ছাপাতে আগ্রহ কম দেখাচ্ছে বাংলাদেশ ব্যাংক। এর কারণ হিসেবে কয়েক মাস ধরে ‘ক্যাশলেস বাংলাদেশ’ গড়ার স্লোগান দেওয়া হচ্ছে।

আজ সোমবার ব্যাংকগুলোতে পাঠানো চিঠিতে কেন্দ্রীয় ব্যাংক বলেছে, আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে জনসাধারণের মাঝে নতুন নোট বিনিময় কার্যক্রম বন্ধ রাখার জন্য পরামর্শ দেওয়া হলো। পাশাপাশি ব্যাংকের শাখায় যে নতুন নোট গচ্ছিত রয়েছে, তা বিনিময় না করে সংশ্লিষ্ট শাখায় সংরক্ষণ করার জন্য বলা হলো।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ১৯ মার্চ থেকে ২৫ মার্চ পর্যন্ত নতুন নোট পাওয়া যাবে বলে এর আগে কেন্দ্রীয় ব্যাংক বিজ্ঞপ্তিতে জানিয়েছিল। সে অনুযায়ী, এবার ৫, ২০ ও ৫০ টাকার নতুন নোট দেওয়ার কথা ছিল। বাংলাদেশ ব্যাংক ও কয়েকটি ব্যাংকের শাখার মাধ্যমে এসব নতুন নোট বিনিময় হওয়ার কথা ছিল।

এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, এবার ঈদে নতুন নোট বিনিময় করা হবে না। তবে বাজারে যেসব নোট রয়েছে, তার প্রচলন অব্যাহত থাকবে।

সূত্রের তথ্য অনুযায়ী, এপ্রিল-মে মাসে নতুন নকশার নোট বাজারে আসবে। এবার টাকার নকশা থেকে শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি বাদ দেওয়া হচ্ছে। এর পরিবর্তে জুলাই বিপ্লবের গ্রাফিতিসহ বিভিন্ন স্থাপনা নতুন নোটের নকশায় স্থান পাচ্ছে।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত