Homeঅর্থনীতিবস্তুনিষ্ঠ তথ্য পেতে সাংবাদিকদের আর্থিক বিবরণী সম্পর্কে ধারণা প্রয়োজন: কর্মশালায় বক্তারা

বস্তুনিষ্ঠ তথ্য পেতে সাংবাদিকদের আর্থিক বিবরণী সম্পর্কে ধারণা প্রয়োজন: কর্মশালায় বক্তারা

[ad_1]

আর্থিক প্রতিবেদন খুবই স্পর্শকাতর ও জটিল বিষয়। আর্থিক বিবরণী সম্পর্কে একজন সাংবাদিকের ধারণা না থাকলে কোম্পানিগুলো নিয়ে ভালো প্রতিবেদন লেখা সম্ভব নয়। ‘ফরেনসিক অ্যানালাইসিস অব ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালায় বক্তারা এ কথা বলেন। বাংলাদেশ ইনস্টিটিউট অব ক্যাপিটাল মার্কেট (বিআইসিএম) এবং পুঁজিবাজারে কর্মরত সাংবাদিকদের সংগঠন ক্যাপিটাল মার্কেট জার্নালিস্টস ফোরামের (সিএমজেএফ) যৌথ উদ্যোগে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

বক্তারা আরও বলেন, আর্থিক বিবরণী সম্পর্কে সঠিক ধারণা কোম্পানির বিনিয়োগকারীদের নিরপেক্ষভাবে বস্তুনিষ্ঠ তথ্য পেতে সহযোগিতা করবে। এতে পুঁজিবাজার সম্পর্কে ভালো ধারণা ও বিনিয়োগ সিদ্ধান্ত নিতে সাহায্য করবে। আর্থিক প্রতিবেদন খুবই স্পর্শকাতর ও জটিল বিষয়। তাই এসব বিষয়ে অর্থনৈতিক সাংবাদিক ও পুঁজিবাজারে নিয়ে কাজ করা সাংবাদিকদেরকে প্রতিনিয়ত হালনাগাদ থাকা প্রয়োজন। দরকার সম্যক জ্ঞান।

আজ মঙ্গলবার রাজধানীর তোপখানা রোডে বিআইসিএমের মাল্টিপারপাস হলে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণ কর্মশালাটি পরিচালনা করেন বিআইসিএমের প্রভাষক ইমরান মাহমুদ ও মো. আদনান আহমেদ।

বিআইসিএমের প্রভাষক ফাইমা আক্তারের সঞ্চালনায় প্রশিক্ষণ কর্মশালায় বক্তব্য রাখেন বিআইসিএমের নির্বাহী প্রেসিডেন্ট (ভারপ্রাপ্ত) নাজমুছ সালেহীন, সিএমজেএফের সভাপতি এস এম গোলাম সামদানী ভূঁইয়া ও সাধারণ সম্পাদক আবু আলী।

শুভেচ্ছা বক্তব্যে বিআইসিএমের নির্বাহী প্রেসিডেন্ট (ভারপ্রাপ্ত) নাজমুছ সালেহীন বলেন, এ ধরনের যৌথ কর্মশালা সিএমজেএফের সদস্যদের আরও বেশি সমৃদ্ধ করবে, যা তাদের পেশাগত জীবনে সহায়ক হিসেবে কাজ করবে। লেখার মানকে আরও উন্নত ও তথ্য সমৃদ্ধ করবে।

সিএমজেএফ সভাপতি এস এম গোলাম সামদানী ভূঁইয়া বলেন, ফরেনসিক অ্যানালাইসিস অব ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস সম্পর্কে ধারণা থাকা সিএমজেএফসহ পুঁজিবাজার নিয়ে যারা সাংবাদিকতা করছেন, তাদের জন্য জরুরি। সঠিক ধারণা না থাকলে সংবাদ লেখার ক্ষেত্রে ভুল হওয়ার আশঙ্কা রয়েছে। এই কর্মশালা অবশ্যই পেশাগত কাজে অনেক কাজে দেবে।

সিএমজেএফ সাধারণ সম্পাদক আবু আলী বলেন, সাংবাদিকদের মূল কাজ হচ্ছে স্বাধীন ও নিরপেক্ষভাবে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করা। সেটি নিশ্চিত করতেই ক্যাপিটাল মার্কেট জার্নালিস্টস ফোরাম কাজ করে যাচ্ছে। সাংবাদিকেরা সঠিক তথ্য তুলে ধরবেন। অর্থনৈতিক সাংবাদিকতার জন্য আর্থিক প্রতিবেদন বিশ্লেষণ জরুরি। এক্ষেত্রে জানার এবং প্রশিক্ষণের বিকল্প নেই।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত