[ad_1]
বাংলাদেশে আসতে আগ্রহী চীনা টেক জায়ান্ট টেনসেন্ট
নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রকাশ : ২৯ এপ্রিল ২০২৫, ০০: ১১
ফয়েজ আহমদ তৈয়্যব। ছবি: আজকের পত্রিকা
বাংলাদেশে কার্যক্রম চালাতে চায় চীনের প্রযুক্তিপ্রতিষ্ঠান টেনসেন্ট। সোমবার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা ফয়েজ আহমদ তৈয়্যব সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পোস্টে এ কথা জানিয়েছেন।
নিজের ফেসবুক আইডিতে দেওয়া পোস্টে ফয়েজ আহমদ বলেন, ‘আজ আমরা চায়নিজ জায়ান্ট টেনসেন্টের সঙ্গে অফিশিয়ালি বসেছি। তারাও বাংলাদেশে আসতে আগ্রহ প্রকাশ করেছে। আমরা তাদেরকে দ্রুততম সময়ে পলিসি সাপোর্টের আশ্বাস দিয়েছি।’
ফয়েজ আহমদ তাঁর পোস্টে লিখেছেন, বাংলাদেশে এসেছে মার্কিন জায়ান্ট স্টারলিংক। আজ তাদের লাইসেন্স আবেদন অনুমোদন করেছেন প্রধান উপদেষ্টা। বাংলাদেশে বিগ টেক জায়ান্ট আসার যাত্রাটা প্রধান উপদেষ্টা ড. ইউনূস স্যারের হাত ধরেই শুরু হলো। এভাবে আসবে অনেকে।
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী তাঁর পোস্টে আরও জানান, বাংলাদেশে আসছে অসাইরিস গ্রুপ। হাইপার স্কেলার ক্লাউড এবং ডেটা সেন্টার নিয়ে আসছে বাংলাদেশি ডেটা ও ক্লাউড কোম্পানি যাত্রার হাত ধরে (কালিয়াকৈর হাই-টেক পার্কে)। এখানে হচ্ছে বিগ জায়ান্টদের জন্য বিশ্বমানের সিকিউরড ক্লাউড সেটআপ, যেখানে আসতে পারে মেটা, গুললের পে-লোড।
[ad_2]
Source link