Homeঅর্থনীতিবাংলাদেশে ইলেকট্রিক স্কুটার আনল রানার অটোমোবাইলস

বাংলাদেশে ইলেকট্রিক স্কুটার আনল রানার অটোমোবাইলস

[ad_1]

বাংলাদেশের মোটরসাইকেল খাতের পথিকৃৎ রানার অটোমোবাইলস পিএলসি দেশের বাজারে পরিবেশবান্ধব ইলেকট্রিক স্কুটার নিয়ে এসেছে। শনিবার (২৫ মে) বিশ্বের শীর্ষস্থানীয় ইলেকট্রিক স্কুটার ব্র্যান্ড ‘ইয়াদিয়া’র (Yadea) বেশ কয়েকটি মডেলের স্কুটার উন্মোচন করেছে রানার।

বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ কনফারেন্স সেন্টারে (বিসিএফসিসি) এক জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে ইয়াদিয়া টি-ফাইভ, এম-সিক্স, রুইবিন ও জি ওয়ান ফিফটি-পি মডেলের স্কুটারগুলো উন্মোচন করা হয়। এ ছাড়া, এই অনুষ্ঠানে আরও আধুনিক ও আকর্ষণীয় দুটি নতুন ইলেকট্রিক স্কুটার মডেল—জিটি-সিক্সটি (GT-60) এবং ইএইটএস-টু হান্ড্রেড (E8S-200)- এর সঙ্গেও পরিচয় করিয়ে দেওয়া হয়।

অনুষ্ঠানে স্কুটারগুলোর আধুনিক সব ফিচার নিয়ে ছিল বিভিন্ন আয়োজন। আগত অতিথি ও সাধারণ ক্রেতারা ভেন্যুতে স্কুটারগুলো টেস্ট রাইড করার সুযোগ পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন। এই ধরনের পরিবেশবান্ধব ও সাশ্রয়ী স্কুটার দেশের বাজারে আনার জন্য অনেকেই রানারের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।

রানার গ্রুপের চেয়ারম্যান হাফিজুর রহমান খান জানান, ক্রেতার সন্তুষ্টি তাঁদের মূল লক্ষ্য এবং সেই বিবেচনায় পণ্যের গুণগত মান ও বিক্রয়োত্তর সেবা নিশ্চিত করবে এই ব্র্যান্ডটি।

এই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রানার গ্রুপের ভাইস চেয়ারম্যান মো. মোজাম্মেল হোসাইন, গ্রুপ এমডি নজরুল মু. ইস. (এফসিএ), চিফ বিজনেস অফিসার আবু হানিফ ও ইয়াদিয়ার জেনারেল ম্যানেজার অব গ্লোবাল সেলস হু সহ রানার অটোমোবাইলস পিএলসির ঊর্ধ্বতন কর্মকর্তারা।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত