Homeঅর্থনীতিবাংলাদেশ-পাকিস্তান বিজনেস ফোরামের যাত্রা শুরু

বাংলাদেশ-পাকিস্তান বিজনেস ফোরামের যাত্রা শুরু


বাংলাদেশ-পাকিস্তান বিজনেস ফোরামের যাত্রা শুরু

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রকাশ : ২৮ এপ্রিল ২০২৫, ১৮: ২৭

ছবি

বাংলাদেশের বিজিএমইএ এবং পাকিস্তানের পিআরজিএমইএর মধ্যে আজ সোমবার একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। ছবি: আজকের পত্রিকা

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক জোরদার এবং অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে ‘পাকিস্তান-বাংলাদেশ বিজনেস ফোরাম’ গঠিত হয়েছে। আজ সোমবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত এক অনুষ্ঠানে ফোরামটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। তিনি বলেন, পাকিস্তান-বাংলাদেশ বিজনেস ফোরাম দুই দেশের মধ্যে বাণিজ্য সম্প্রসারণ, বিনিয়োগের সুযোগ অন্বেষণ এবং ব্যবসায়িক সংযোগ জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বাণিজ্য উপদেষ্টা আরও বলেন, জনবহুল দেশ হওয়া সত্ত্বেও বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে পারস্পরিক বাণিজ্য আশানুরূপ নয়। কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে দুই দেশের ব্যবসায়ীদের আরও সক্রিয় হতে হবে। দুই দেশের মধ্যে শুল্ক ও অশুল্ক বাধা নিয়ে আলোচনার পাশাপাশি সেগুলো কীভাবে যৌক্তিক করা যায়, তা আমাদের বের করতে হবে।

অনুষ্ঠানে বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএমইএ) এবং পাকিস্তান রেডিমেড গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (পিআরজিএমইএ) মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়। বিজিএমইএর পক্ষে প্রশাসক ও বাংলাদেশ এক্সপোর্ট প্রমোশন ব্যুরোর ভাইস চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন এবং পিআরজিএমইএর ভাইস চেয়ারম্যান আমির রিয়াজ ছোট্টানি এতে স্বাক্ষর করেন।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ, এফবিসিসিআইয়ের প্রশাসক মো. হাফিজুর রহমান এবং বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেম।

উল্লেখ্য, এর আগে চলতি বছরের জানুয়ারিতে পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে যৌথভাবে ‘জয়েন্ট বিজনেস কাউন্সিল’ গঠনের লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এ সময় পাকিস্তানের ফেডারেশন অব চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফপিসিসিআই) এবং বাংলাদেশের ফেডারেশন অব চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) এই উদ্যোগে অংশ নেয়।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত