Homeঅর্থনীতিবাংলাদেশ ব্যাংকের সঙ্গে আইএমএফ মিশনের বৈঠক ৩ ডিসেম্বর

বাংলাদেশ ব্যাংকের সঙ্গে আইএমএফ মিশনের বৈঠক ৩ ডিসেম্বর

[ad_1]

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ঋণের তৃতীয় কিস্তি অর্থছাড়ের শর্ত বাস্তবায়নের অগ্রগতি ও চতুর্থ কিস্তির অর্থছাড়ের বিষয়ে আলোচনা করতে ১০ সদস্যের একটি প্রতিনিধিদল ঢাকায় আসছে আগামী ডিসেম্বরে। ৩ ডিসেম্বর আইএমএফ প্রতিনিধিদলটি প্রথম বৈঠকে বসবে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে। নানা ইস্যুতে বিভিন্ন সংস্থার সঙ্গে ১৭ ডিসেম্বর পর্যন্ত বৈঠক চলমান থাকবে মিশনটির। এবারের মিশনে নেতৃত্ব দেবেন আইএমএফের গবেষণা বিভাগের ডেভেলপমেন্ট ম্যাক্রো ইকোনমিকসের প্রধান ক্রিস পাপাজর্জিও।

সূত্র জানায়, আইএমএফ মিশনটি অন্তর্বর্তী সরকার যে আরও অতিরিক্ত ৩০০ কোটি ডলার চেয়েছে, সে বিষয়েও আলোচনা করবে। মিশনটি ওয়াশিংটনে ফিরে গিয়ে প্রধান কার্যালয়ে একটি প্রতিবেদন উপস্থাপন করবে। সেই প্রতিবেদনের ওপর নির্ভর করছে চতুর্থ কিস্তির অর্থছাড় ও বাড়তি সহায়তা পাওয়ার বিষয়টি। মিশন বিভিন্ন গ্রুপে বিভক্ত হয়ে বাংলাদেশ ব্যাংক, অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনসহ (বিপিসি) সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থার সঙ্গে বৈঠক করবে।

আইএমএফের সঙ্গে বাংলাদেশের ৪৭০ কোটি ডলারের একটি ঋণ কর্মসূচি চলমান রয়েছে। গত বছরের ৩০ জানুয়ারি এটি অনুমোদন করে আইএমএফ। ইতিমধ্যে তিনটি কিস্তির অর্থছাড় হয়েছে। আগামী ডিসেম্বরে চতুর্থ কিস্তির অর্থছাড় হওয়ার কথা। এর আগে তৃতীয় কিস্তির অর্থছাড়ের সময় যেসব শর্ত বাস্তবায়নের কথা বলেছিল, সেগুলোর অগ্রগতি পর্যালোচনা করা হবে। একই সঙ্গে বাড়তি অর্থসহায়তা দেওয়ার বিষয়টিও পর্যালোচনা করবে সংস্থাটি।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত