Homeঅর্থনীতিবাংলাদেশ সি-স্যুট অ্যাওয়ার্ড পেলেন বার্জারের সিওও মহসিন হাবিব চৌধুরী

বাংলাদেশ সি-স্যুট অ্যাওয়ার্ড পেলেন বার্জারের সিওও মহসিন হাবিব চৌধুরী

[ad_1]

বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের চিফ অপারেটিং অফিসার (সিওও) ও ডিরেক্টর মহসিন হাবিব চৌধুরী বাংলাদেশ সি-স্যুট অ্যাওয়ার্ডসে বর্ষসেরা ‘চিফ অপারেটিং অফিসার’ হিসেবে ভূষিত হয়েছেন। গত ১২ ডিসেম্বর রাজধানীর লা মেরিডিয়ান ঢাকায় আয়োজিত এই অ্যাওয়ার্ড অনুষ্ঠানে ‘সিইও এক্সেলেন্স অ্যাওয়ার্ড’ দেওয়ার মাধ্যমে এই সম্মাননা দেওয়া হয়।

বার্জার পেইন্টসে ২৯ বছরেরও বেশি গৌরবময় কর্মজীবনে মহসিন হাবিব চৌধুরী সব সময় উদ্ভাবনী, ইনক্লুসিভ এবং উন্নয়নমূলক কাজ করেছেন। বার্জার যেমন তার দূরদর্শী নেতৃত্বের কারণে বাংলাদেশের পেইন্ট ও কোটিংস শিল্পে নতুন রূপরেখা পায়, তেমনি নিত্যনতুন মার্কেটিং স্ট্র্যাটেজির মাধ্যমে ব্যবসায় বৈচিত্র্য আনার পাশাপাশি নিয়মিত মার্কেট রিসার্চ, প্রোডাক্ট ডেভেলপমেন্ট ও ক্যাটাগরি সম্প্রসারণের দক্ষতা প্রতিষ্ঠানে টেকসই উন্নতি এবং উৎকর্ষ অর্জনসহ ইনক্লুসিভ কর্মক্ষেত্রের সংস্কৃতি তৈরি করতে পেরেছে।

বার্জার পেইন্টস বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর রূপালী চৌধুরী বলেন, আমরা মহসিন হাবিব চৌধুরীকে তাঁর এই প্রাপ্য স্বীকৃতির জন্য অভিনন্দন জানাই। তাঁর উদ্ভাবনী ও দূরদর্শীসম্পন্ন নেতৃত্ব বার্জারের সাফল্যকে এগিয়ে নিয়েছে, উৎকর্ষ অর্জনের সংস্কৃতি গড়তে সহায়ক ভূমিকা পালন করেছে। এই পুরস্কার, এই স্বীকৃতি তাঁর অসামান্য অবদানকে প্রতিফলিত করে।

বার্জারে মহসিন হাবিব চৌধুরীর নেতৃত্বে ব্যাপক পরিবর্তন এসেছে। তিনি উদ্ভাবনী উদ্যোগের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করে সিসা-মুক্ত পেইন্ট ও ব্রিদ ইজি সিরিজের মতো পণ্য বাজারে এনেছেন; যা শুধু ইন্ডাস্ট্রিতে বার্জারের মান বাড়ায়নি বরং পেইন্ট শিল্পে উন্নয়নের নতুন মানদণ্ড স্থাপন করেছে। তাঁর এমন প্রতিশ্রুতি পণ্যের গণ্ডি ছাড়িয়ে পানি সংরক্ষণ প্রযুক্তি এবং উৎপাদন কারখানায় উন্নত ইনসিনারেটর চালুর মতো পরিবেশবান্ধব উদ্যোগেও দেখা যায়। এসব পদক্ষেপ তাঁর পরিবেশ সংরক্ষণ ও উৎপাদন দক্ষতার প্রতি একধরনের দায়বদ্ধতাকে প্রতিফলিত করে।

মহসিন হাবিবের বিভিন্ন উল্লেখযোগ্য অবদানের মধ্যে রয়েছে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের সহযোগিতায় বার্জার ট্রেনিং ইনস্টিটিউট প্রতিষ্ঠা। এই অগ্রণী উদ্যোগ শুধুমাত্র বার্জার নয় বরং দক্ষ পেইন্টার ও অ্যাপ্লিকেটর তৈরি করে দক্ষ কর্মশক্তি গড়ে তোলার মাধ্যমে সমগ্র পেইন্ট শিল্পের ইকোসিস্টেমকে উন্নত করেছে। এ ছাড়া, তিনি নারী-পুরুষ সমতার পক্ষেও কাজ করেছেন এবং দেশে প্রথম নারী পেইন্টারের মাধ্যমে সেবা দেওয়ার যুগান্তকারী উদ্যোগ নেন। যারফলে, গ্রাহকদের নিরাপত্তা সম্পর্কিত উদ্বেগের সমাধানের পাশাপাশি নারী ক্ষমতায়নকে ব্যাপক প্রভাবিত করে।

শিল্পের প্রতি মহসিন হাবিবের অবিচল নিষ্ঠা ও গুরুত্বপূর্ণ অবদানের জন্য মো. মহসিন হাবিব চৌধুরীর এই প্রাপ্য স্বীকৃতি প্রাপ্তিতে বার্জার পেইন্টস বাংলাদেশ বিশেষ সম্মান ও অভিনন্দন জানায়।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত