Homeঅর্থনীতিবাজারে এল বিএসটিআই সার্টিফায়েড ইলেকট্রোলাইট ড্রিংকস ‘আয়ন’

বাজারে এল বিএসটিআই সার্টিফায়েড ইলেকট্রোলাইট ড্রিংকস ‘আয়ন’


বাংলাদেশে স্বাদ ও সুস্বাস্থ্যের দারুণ সমন্বয়ে নিরাপদ ও বিএসটিআই অনুমোদিত ইলেকট্রোলাইট ড্রিংক ‘আয়ন’ বাজারে এনেছে একমি কনজ্যুমার প্রোডাক্টস লিমিটেড।

আজকাল স্বাস্থ্যসচেতন তরুণ-তরুণীদেরও প্রিয় পানীয় হয়ে উঠেছে ইলেকট্রোলাইট ড্রিংকস। ‘আয়ন’ ড্রিংকসে রয়েছে প্রয়োজনীয় ইলেকট্রোলাইট, যা তীব্র গরমের কারণে তৈরি হওয়া পানিশূন্যতা, ক্লান্তি ও দুর্বলতা নিমেষে দূর করে।

চিকিৎসকেরা বলেন, তীব্র গরমের সময় মানব শরীর ডিহাইড্রেটেড হয়ে যায়। এই ডিহাইড্রেশন দূর করে শরীরকে হাইড্রেটেড রাখার জন্য যে উপাদানগুলো প্রয়োজন, সেগুলো ইলেকট্রোলাইট ড্রিংকসে পাওয়া যায়।

একমি কনজ্যুমার প্রোডাক্টস লিমিটেড তাই ভোক্তাদের চাহিদার কথা বিবেচনা করে লিচি ও মিক্সড ফ্রুটের দুটি ভিন্ন ফ্লেভারে ‘আয়ন’ ইলেকট্রোলাইট ড্রিংকস বাজারে এনেছে। আয়ন ইলেকট্রোলাইট ড্রিংকস সম্পূর্ণ আধুনিক প্রযুক্তি ও সর্বোচ্চ গুণগত মান নিয়ন্ত্রণের মাধ্যমে প্রস্তুত করা হয়। এর সব কাঁচামাল ল্যাবরেটরিতে আধুনিক যন্ত্রপাতি দ্বারা পরীক্ষা-নিরীক্ষা করা হয়।

সেই সঙ্গে সম্পূর্ণভাবে বিএসটিআইয়ের গাইডলাইন অনুযায়ী সব প্যারামিটারও অত্যন্ত গুরুত্বের সঙ্গে মানা হয়। তাই তো ‘আয়ন’ ইলেকট্রোলাইট ড্রিংকস স্বাদ ও সুস্বাস্থ্যে অনন্য। বিদেশি ইলেকট্রোলাইট ড্রিংকসের তুলনায় আয়ন ইলেকট্রোলাইট ড্রিংকসের মূল্যও অনেক কম, প্রতিটি ২৫০ এমএল আয়নের মূল্য মাত্র ৩০ টাকা।

ভোক্তাদের আস্থা ও ভালোবাসায় দেশীয় বাজারে বোতলজাত পানি, ম্যাংগো ফ্রুট ড্রিংকস, টেস্টি স্যালাইনসহ বিভিন্ন কনজ্যুমার পণ্য বাজারজাত করে আসছে একমি কনজ্যুমার প্রোডাক্টস লিমিটেড। এরই ধারাবাহিকতায় ভোক্তাদের কাছে স্বাস্থ্যকর ও সুস্বাদু খাদ্যদ্রব্য এবং পানীয় পৌঁছে দেওয়ার লক্ষ্যে নতুন সংযোজন এই আয়ন ইলেকট্রোলাইট ড্রিংকস বর্তমানে বেশ জনপ্রিয়।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত