Homeঅর্থনীতিবাজারে ‘বিস্পোক এআই’ ফ্রিজ আনল স্যামসাং

বাজারে ‘বিস্পোক এআই’ ফ্রিজ আনল স্যামসাং

[ad_1]

দেশের বাজারে সর্বাধুনিক ‘বিস্পোক এআই’ প্রযুক্তি সুবিধাসম্পন্ন রেফ্রিজারেটর উন্মোচন করেছে শীর্ষ কনজ্যুমার ইলেকট্রনিকস ব্র্যান্ড স্যামসাং। হোম অ্যাপ্লায়েন্সের বাজারে স্মার্ট ও আধুনিক প্রযুক্তির সমন্বয়ের নতুন মানদণ্ড স্থাপন করেছে এই রেফ্রিজারেটরগুলো।

রাজধানীর গুলশান ২-এ অবস্থিত র‍্যাংগস ই-মার্ট স্টোরে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে নতুন রেফ্রিজারেটর আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয়। অনুষ্ঠানে স্যামসাং ইলেকট্রনিকসের ব্যবস্থাপনা পরিচালক হোয়ানসাং উ, ফারহানা করিম, ম্যানেজিং ডিরেক্টর, র‍্যানকন হোল্ডিংস লিমিটেড, শাহরিয়ার বিন লুৎফর, ডিরেক্টর ও হেড অব বিজনেস, স্যামসাং বাংলাদেশ, ইয়ামিন শরীফ চৌধুরী, ডিভিশনাল ডিরেক্টর, র‍্যাংগস ই-মার্ট এবং বিভিন্ন বিশিষ্ট অতিথিরা উপস্থিত ছিলেন।

নতুন রেফ্রিজারেটরে রয়েছে চারটি অত্যাধুনিক মডেল-আরটি ৩১ বি১, আরটি ৩৫ বি১, আরটি ৩৫২২ ও আরটি ৪২ বি১। ব্যবহারকারীদের বিভিন্ন ধরনের প্রয়োজন মেটানোর উপযোগী করে এই রেফ্রিজারেটরগুলো ডিজাইন করা হয়েছে। প্রতিটি মডেলে ব্যবহৃত হয়েছে প্রিমিয়াম মেটালিক ফিনিশ, কোটা ফিনিশ এবং গ্লাসের সমন্বয়ে তৈরি স্লিক, ফ্ল্যাট দরজা, যা আধুনিক গৃহস্থালির নান্দনিকতা ও সৌন্দর্যের চাহিদার সঙ্গে পুরোপুরি মানানসই।

নতুন ফ্রিজগুলোতে যুক্ত হয়েছে সর্বাধুনিক প্রযুক্তির সব ফিচার, যা ব্যবহারকারীদের বিভিন্ন স্বাচ্ছন্দ্য নিশ্চিত করবে। স্যামসাংয়ের স্মার্টথিংস এআই প্রযুক্তি ব্যবহারকারীদের রেফ্রিজারেটর ব্যবহারের অভ্যাস বিশ্লেষণ করে কী পরিমাণ বিদ্যুৎ ব্যবহৃত হচ্ছে তার ধারণা দেয় এবং নির্ধারিত সীমার বেশি বিদ্যুৎ ব্যবহৃত হলে সেভিং মোড চালুর পরামর্শ দেয়, ফলে বিদ্যুৎ বিল অনেকাংশে সাশ্রয় করা সম্ভব হয়। স্যামসাংয়ের স্পেসম্যাক্সট্রেডমার্ক প্রযুক্তি রেফ্রিজারেটরগুলোতে যথেষ্ট ইন্টেরিয়র স্পেস নিশ্চিত করে, তাই ধারণক্ষমতা নিয়ে দুশ্চিন্তা ছাড়াই চাইলে পুরো সপ্তাহ বা মাসের বাজার একবারেই করে নেওয়া যায়। জরুরি কোনো প্রয়োজনে বাড়ির বাইরে যেতে হলেও সমস্যা নেই, কারণ স্মার্টথিংস অ্যাপ ব্যবহার করে ওয়াই-ফাইয়ের মাধ্যমে দূর থেকেও নতুন লাইনআপের এই রেফ্রিজারেটরগুলো নিয়ন্ত্রণ করা যায়।

অনুষ্ঠানে স্যামসাং ইলেকট্রনিকসের ব্যবস্থাপনা পরিচালক হোয়ানসাং উ বলেন, গ্রাহকদের প্রাত্যহিক জীবনকে আরও সহজ ও উন্নত করার জন্য উদ্ভাবনীর চর্চা ও প্রয়োগ অব্যাহত রেখেছে স্যামসাং। আমাদের নতুন এআই-সাপোর্টেড ফ্রিজগুলো আধুনিক ডিজাইন ও অত্যাধুনিক প্রযুক্তির সমন্বয়ে তৈরি, যা গ্রাহকদের বিদ্যুৎ খরচ কমিয়ে আনার পাশাপাশি কমপ্রেসারের স্থায়িত্বও বাড়াবে। আধুনিক গৃহস্থালির জন্য এই রেফ্রিজারেটরগুলো সেরা সমাধান, কারণ এগুলো আধুনিক সময়ের চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এবং পরিবেশবান্ধব জীবনযাপন নিশ্চিত করতে সক্ষম।

র‍্যাংগস ই-মার্টের ডিভিশনাল ডিরেক্টর ইয়ামিন শরীফ চৌধুরী বলেন, বর্তমানে বাড়ির রেফ্রিজারেটরকে সাধারণ গৃহস্থালি অনুষঙ্গ হিসেবে দেখা হয় না, এটি রীতিমতো ঘরের স্ট্যাটাস এবং গৃহীর রুচিরও পরিচয় বহন করে। গ্রাহকেরা এখন ঘরের সাজসজ্জার মান ও ব্যবহারের স্বাচ্ছন্দ্য বৃদ্ধিতে এসব অ্যাপ্লায়েন্সের গুরুত্ব বুঝতে পারছেন। আমাদের নতুন রেফ্রিজারেটর লাইনআপ এ ক্ষেত্রে শতভাগ সন্তুষ্টি নিশ্চিত করতে পারে। নতুন এই রেফ্রিজারেটরগুলো ব্যবহারকারীদের রান্নাঘর ও ডাইনিং স্পেসের সৌন্দর্য অনেকগুণে বাড়িয়ে তুলবে।

রান্নাঘরের সব ধরনের প্রয়োজন মেটাতে স্যামসাংয়ের নতুন লাইনআপের বিস্পোক এআই রেফ্রিজারেটরগুলো আপনার সেরা সঙ্গী হতে পারে। রেফ্রিজারেটরগুলোর সেরা ডিজাইন ও ফিচারগুলো যাচাই করে দেখতে আগ্রহী ক্রেতাদের সারা দেশের স্যামসাং অনুমোদিত বিক্রয়কেন্দ্রে আমন্ত্রণ জানিয়েছে স্যামসাং।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত