Homeঅর্থনীতিব্রেইন গেমস অলিম্পিয়াডের ফাইনাল রাউন্ডে ২২ ক্ষুদে মেধাবী

ব্রেইন গেমস অলিম্পিয়াডের ফাইনাল রাউন্ডে ২২ ক্ষুদে মেধাবী


সম্প্রতি “হরলিক্স ব্রেইন গেমস অলিম্পিয়াড”-এর আঞ্চলিক রাউন্ড অনুষ্ঠিত হয়েছে। এতে জয়ী হয়েছেন ঢাকা অঞ্চলের শীর্ষ ২২ প্রতিভাবান ক্ষুদে শিক্ষার্থী। এ জয়ী শিক্ষার্থীরা ঢাকায় অনুষ্ঠিত জাতীয় রাউন্ডে অংশগ্রহণ করতে যাবে।

দেশে প্রথমবারের মতো হরলিক্সের সৌজন্যে “ব্রেইন গেমস অলিম্পিয়াড”-এর ফাইনাল রাউন্ড প্রতিযোগিতা অনুষ্ঠিত হতে যাচ্ছে। যা ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণির মেধা বিকাশ প্রতিযোগিতা বিভিন্ন চ্যালেঞ্জিং গেম, কুইজ এবং পাজলের মাধ্যমে সারাদেশ থেকে সবচেয়ে প্রতিভাবান ছেলেমেয়েদের খুঁজে বের করে।

জনপ্রিয় এই প্রতিযোগিতায় সারাদেশের ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণির ২২ হাজারেরও বেশি শিক্ষার্থী অংশ নিয়েছে। নানা রকম এক্সাইটিং পাজেল গেমসের মাধ্যমে বাড়ন্ত বয়সের বুদ্ধিবৃত্তিক বিকাশকে এগিয়ে নেওয়ার একটি উদ্যোগ নিয়েই হরলিক্স ব্রেইন গেমস অলিম্পিয়াডের যাত্রা।

অনলাইন প্রিলিমিনারি রাউন্ডের পর আঞ্চলিক পর্যায়ের রাউন্ডে দেশের ৫টি জায়গায় (রংপুর, খুলনা, ঢাকা, চট্টগ্রাম ও ময়মনসিংহ) অনুষ্ঠিত হয়েছে। অনলাইন রাউন্ডে বিজয়ী শিক্ষার্থীরা আঞ্চলিক পর্যায়ে অংশগ্রহণ করেছে। প্রতিটি অঞ্চল থেকে ১ হাজার জন করে সারা দেশ থেকে সর্বমোট ৫ হাজার জন শিক্ষার্থী আঞ্চলিক রাউন্ডের জন্য নির্বাচিত হয়। এতে অঞ্চলভিত্তিক শীর্ষ ১ হাজার জনের মধ্যে থেকে ২২ জন শিক্ষার্থী জাতীয় রাউন্ডে অংশগ্রহণের সুযোগ পায়।

উল্লেখ্য, “হরলিক্স ব্রেইন গেমস অলিম্পিয়াড”-এর লক্ষ্য হলো বুদ্ধিবৃত্তিক চিন্তাসম্পন্ন ও সমস্যার সমাধানে পারদর্শী পরবর্তী প্রজন্মকে অনুপ্রাণিত করা। এ ধরনের প্রতিযোগিতা নিয়মিত আয়োজিত হলে সারা দেশের ক্ষুদে শিক্ষার্থীরা আগামীর জন্য নিজেদের যোগ্যতম করে প্রস্তুত করতে সক্ষম হবে।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত