Homeঅর্থনীতিমার্কেন্টাইল ব্যাংকের ‘সাসটেইনেবল অ্যান্ড গ্রিন ফাইন্যান্সিং ইন ব্যাংকিং সেক্টর’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

মার্কেন্টাইল ব্যাংকের ‘সাসটেইনেবল অ্যান্ড গ্রিন ফাইন্যান্সিং ইন ব্যাংকিং সেক্টর’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত


মার্কেন্টাইল ব্যাংক ‘সাসটেইনেবল অ্যান্ড গ্রিন ফাইন্যান্সিং ইন ব্যাংকিং সেক্টর’ শীর্ষক একটি কর্মশালা গত শনিবার (২৪ মে) আয়োজন করে। ব্যাংকের ৩৯টি শাখা থেকে আগত কর্মকর্তারা আলোচ্য কর্মশালায় অংশ নেন। মার্কেন্টাইল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মতিউল হাসান কোর্সটি উদ্বোধন করেন।

হাসান তাঁর উদ্বোধনী বক্তব্যে সাসটেইনেবল ফাইন্যান্স ও গ্রিন ব্যাংকিংয়ের গুরুত্ব ও তাৎপর্য সম্পর্কে আলোকপাত করেন এবং এ বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা বা গাইডলাইনস যথাযথভাবে অনুসরণের জন্য অংশগ্রহণকারী কর্মকর্তাদের দিকনির্দেশনা দেন।

মো. জাকির হোসেন, ডিএমডি অ্যান্ড সিআরও কর্মশালায় স্বাগত বক্তব্য দেন। এ ছাড়া উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের সিএফও তাপস চন্দ্র পাল, পিএইচডি।

বাংলাদেশ ব্যাংকের সাসটেইনেবল ফাইন্যান্স বিভাগের পরিচালক চৌধুরী লিয়াকত আলি ও জয়েন্ট ডিরেক্টর মো. আবু রায়হান কর্মশালায় রিসোর্স স্পিকার হিসেবে সেশন পরিচালনা করেন। প্রশিক্ষণটি সঞ্চালনার পাশাপাশি একটি সেশন পরিচালনা করেন ট্রেনিং ইনস্টিটিউটের প্রিন্সিপাল জাভেদ তারিক।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত