Homeঅর্থনীতিরেকর্ড ৫ দশমিক ৮ বিলিয়ন ডলার মুনাফা পেয়ে বিশ্বের শীর্ষে এমিরেটস এয়ারলাইনস

রেকর্ড ৫ দশমিক ৮ বিলিয়ন ডলার মুনাফা পেয়ে বিশ্বের শীর্ষে এমিরেটস এয়ারলাইনস


এমিরেটস এয়ারলাইনস ২০২৪-২৫ অর্থবছরে তার ইতিহাসে সর্বোচ্চ মুনাফার রেকর্ড অর্জন করেছে। একই সঙ্গে বিশ্বের লাভজনক এয়ারলাইনসগুলোর তালিকায় শীর্ষস্থানে চলে এসেছে। এ সময় এয়ারলাইনসের ট্যাক্স পূর্ববর্তী মুনাফার পরিমাণ ৫ দশমিক ৮ বিলিয়ন মার্কিন ডলার, যা আগের বছরের তুলনায় ২০ শতাংশ বেশি।

আজ বৃহস্পতিবার এমিরেটস এয়ারলাইনস, ডানাটা ও অন্যান্য সহযোগী প্রতিষ্ঠানের সমন্বয়ে গঠিত এমিরেটস গ্রুপ ৩১ মার্চ শেষ হওয়া ২০২৪-২৫ অর্থবছরের বার্ষিক প্রতিবেদন প্রকাশ করেছে। গ্রুপটি এ সময় রেকর্ড মুনাফা অর্জনের সঙ্গে ইবিআইটিডিএ, রাজস্ব আয় ও ক্যাশ ব্যালেন্সেও নতুন রেকর্ড করেছে। গ্রুপটির ট্যাক্স পূর্ববর্তী মুনাফা ৬ দশমিক ২ বিলিয়ন মার্কিন ডলার, যা আগের বছরের তুলনায় প্রবৃদ্ধি ১৮ শতাংশ। গ্রুপটির রাজস্ব আয় পূর্ববর্তী বছরের তুলনায় ৬ শতাংশ বৃদ্ধি পেয়ে ৩৯ দশমিক ৬ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে। ক্যাশ অ্যাসেটের পরিমাণ বৃদ্ধি পেয়েছে ১৩ শতাংশ এবং বর্তমানে এর পরিমাণ ১৪ দশমিক ৬ বিলিয়ন মার্কিন ডলার। ইবিআইটিডিএ বৃদ্ধি পেয়েছে ৬ শতাংশ এবং এর পরিমাণ দাঁড়িয়েছে ১১ দশমিক ৫ বিলিয়ন মার্কিন ডলার, যা গ্রুপটির সুদৃঢ় পরিচালন লাভজনকতার পরিচয় বহন করে।

গ্রুপের অন্যতম অঙ্গপ্রতিষ্ঠান এমিরেটস এয়ারলাইনস রেকর্ড মুনাফা ছাড়াও ৩৪ দশমিক ৯ বিলিয়ন মার্কিন ডলারের রেকর্ড রাজস্ব আয় করেছে, যা আগের বছরের তুলনায় ৬ শতাংশ বেশি। এয়ারলাইনসটির ক্যাশ অ্যাসেট সর্বোচ্চ অবস্থানে রয়েছে, যার পরিমাণ ১৩ দশমিক ৫ বিলিয়ন মার্কিন ডলার, ৩১ মার্চ ২০২৪ সালে পূর্ববর্তী বছরের তুলনায় ১৬ শতাংশ বেশি।

এমিরেটস গ্রুপ তার মালিকানাধীন প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট করপোরেশন অব দুবাইয়ে ১ দশমিক ৬ বিলিয়ন মার্কিন ডলার লভ্যাংশ প্রদানেরও ঘোষণা দিয়েছে।

এমিরেটস এয়ারলাইনসের মোট যাত্রী ও পণ্য পরিবহন সক্ষমতা গত বছরের তুলনায় ৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এ সময় এয়ারলাইনসটি ৫ দশমিক ৩৭ কোটি যাত্রী পরিবহন করেছে, যা আগের বছরের তুলনায় ৩ শতাংশ বেশি। এমিরেটসের পণ্য পরিবহন শাখা এমিরেটস স্কাইকার্গো উক্ত সময় সারা বিশ্বে ২৩ লাখ টন পণ্য পরিবহন করেছে, যা আগের বছরের তুলনায় ৭ শতাংশ বেশি।

বর্তমানে এমিরেটস গ্রুপে তাদের ইতিহাসে সর্বোচ্চসংখ্যক ১ লাখ ২১ হাজার ২২৩ জন কর্মরত রয়েছেন, যা আগের বছরের তুলনায় ৯ শতাংশ বেশি। বর্ধিত চাহিদা পূরণ এবং ভবিষ্যতের কথা মাথায় রেখে এমিরেটস ও ডানাটা সারা বিশ্বে গত বছর ব্যাপক নিয়োগ কার্যক্রম পরিচালনা করে।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত