Homeঅর্থনীতিরোমিং বিল পরিশোধ এখন টাকায়, ডলার লাগবে না

রোমিং বিল পরিশোধ এখন টাকায়, ডলার লাগবে না


বিদেশ সফরের সময় মোবাইল ফোনে রোমিং সেবার বিল পরিশোধে আর ডলারের প্রয়োজন নেই। এখন থেকে বাংলাদেশি গ্রাহকরা এই বিল পরিশোধ করতে পারবেন স্থানীয় মুদ্রা—বাংলাদেশি টাকায়।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ। সার্কুলারে বলা হয়েছে, বিদেশগামী ভ্রমণকারীদের জন্য মোবাইল রোমিং সেবাকে আরও সহজ ও সাশ্রয়ী করতে মোবাইল অপারেটররা গ্রাহকদের কাছ থেকে সরাসরি টাকায় বিল নিতে পারবে।

নতুন এই নীতির আওতায় একজন গ্রাহক প্রতি ভ্রমণে সর্বোচ্চ ৬ হাজার টাকা এবং এক ক্যালেন্ডার বছরে সর্বমোট ৩০ হাজার টাকা পর্যন্ত রোমিং বিল পরিশোধ করতে পারবেন। তবে একাধিক সিম বা অপারেটর থাকলেও এই সীমা অতিক্রম করা যাবে না।

রোমিং সেবা গ্রহণে কিছু শর্তও নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক। গ্রাহকের বৈধ ভিসা ও বিমান টিকিট থাকতে হবে এবং রোমিং সুবিধা ভ্রমণের কমপক্ষে এক সপ্তাহ আগে চালু করতে হবে।

সার্কুলারে আরও বলা হয়, মোবাইল অপারেটররা বিদেশি নেটওয়ার্ক অংশীদারদের অর্থ পরিশোধের অনুমতিও পাবে। এ জন্য সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে নির্দিষ্ট নির্দেশনা অনুসরণ করতে হবে।

রোমিং একটি মোবাইল সেবা, যার মাধ্যমে দেশের বাইরে থেকেও কল করা, কল রিসিভ, এসএমএস পাঠানো এবং ইন্টারনেট ব্যবহারের সুযোগ পান গ্রাহকরা। এ পরিষেবা সাধারণত আন্তর্জাতিক অপারেটরদের সঙ্গে চুক্তির ভিত্তিতে চালু থাকে এবং এর জন্য বাড়তি অর্থ গুণতে হয়।

এতদিন এই বিল পরিশোধে আন্তর্জাতিক কার্ড ও বৈদেশিক মুদ্রার প্রয়োজন হতো। নতুন নীতির ফলে গ্রাহকদের জন্য এই প্রক্রিয়া হবে আরও সহজ, সময়সাশ্রয়ী এবং বৈদেশিক মুদ্রার ওপর চাপও কিছুটা কমবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত