Homeঅর্থনীতিসর্বজনীন পেনশনের চাঁদার টাকা জমা দেওয়ার পরিধি বেড়েছে

সর্বজনীন পেনশনের চাঁদার টাকা জমা দেওয়ার পরিধি বেড়েছে


সর্বজনীন পেনশনের চাঁদার টাকা জমা দেওয়ার সুযোগ বাড়িয়েছে সরকার। নতুন করে ১২ ব্যাংকের সঙ্গে এমওইউ সই করেছে জাতীয় পেনশন কর্তৃপক্ষ।বৃহস্পতিবার (১৫ মে) নতুন করে ১২টি ব্যাংকের সঙ্গে এমওইউ সই করার তথ্য জানিয়েছে সংস্থাটি।

নতুন করে এমওইউ সই করা ১২টি ব্যাংক হলো, এবি ব্যাংক, আল-আরাফাহ ইসলামী ব্যাংক, ইসলামী ব্যাংক বাংলাদেশ, আইএফআইসি ব্যাংক, মিডল্যান্ড ব্যাংক, মধুমতি ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, এনসিসি ব্যাংক, ওয়ান ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক, সাউথইস্ট ব্যাংক এবং ট্রাস্ট ব্যাংক।

এর আগে আরও ১২টি ব্যাংকের সঙ্গে এমওইউ সই করা হয়। ফলে সর্বজনীন পেনশন স্কিমের চাঁদার টাকা সংগ্রহে মোট ২৪টি ব্যাংকের সঙ্গে এমওইউ সই হলো। পর্যায়ক্রমে দেশীয় মালিকানাধীন সব ব্যাংকের সঙ্গে সমঝোতা স্মারক সইয়ের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছে পেনশন কর্তৃপক্ষ।

সমঝোতা স্মারক সই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় পেনশন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান মহিউদ্দীন খান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অর্থ সচিব ড. খায়েরুজ্জামান মজুমদার।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত