Homeঅর্থনীতিসিগারেটের করকাঠামো সংস্কারের এখনই সময়: বিশেষজ্ঞদের অভিমত

সিগারেটের করকাঠামো সংস্কারের এখনই সময়: বিশেষজ্ঞদের অভিমত


সিগারেটের করকাঠামো সংস্কারের এখনই সময়: বিশেষজ্ঞদের অভিমত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রকাশ : ১৪ মে ২০২৫, ১৫: ৩৭

ছবি

বিশ্বসাহিত্য কেন্দ্র ভবনে সেমিনার। ছবি: সংগৃহীত

সিগারেটের বর্তমান করকাঠামো চার স্তর কমিয়ে তিন স্তরে নামানো এবং প্রতি শলাকার দাম কমপক্ষে ৯ টাকা নির্ধারণের সুপারিশ করেছেন অর্থনীতিবিদ ও বিশেষজ্ঞরা।

উন্নয়ন সমন্বয়ের আয়োজনে ‘বাংলাদেশে সিগারেটের করকাঠামো পরিবর্তনের প্রয়োজনীয়তা’ শীর্ষক সেমিনারে তাঁরা বলেন, জনস্বাস্থ্য রক্ষায় সিগারেটের করকাঠামো ঢেলে সাজানো জরুরি।

বক্তারা ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে সিগারেটের স্তর কমালে কর না বাড়িয়েও ব্যবহার কমানো এবং রাজস্ব ৪০ শতাংশ বাড়ানো সম্ভব বলে মত দেন। তাঁরা সুনির্দিষ্ট সম্পূরক শুল্ক আরোপের ওপরও জোর দেন। কারণ হিসেবে তাঁরা বলেন, খুচরা মূল্যের চেয়ে বেশি দামে সিগারেট বিক্রি হওয়ায় সরকার রাজস্ব হারাচ্ছে। জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক সদস্য আলী আহমদ বলেন, করারোপে রাজস্বের চেয়ে জনস্বাস্থ্যই বোর্ডের প্রধান লক্ষ্য।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. শাফিউন নাহিন শিমুল সাম্প্রতিক বছরগুলোতে সিগারেটের মূল্যবৃদ্ধি মাথাপিছু আয় ও মূল্যস্ফীতির তুলনায় অপ্রতুল বলে উল্লেখ করেন। সিপিডির রিসার্চ ফেলো সৈয়দ ইউসুফ সাদাত আগামী বাজেটে দাম নির্ধারণে আয় ও মূল্যস্ফীতি বিবেচনার আহ্বান জানান।

বেসরকারি গবেষণা সংস্থা উন্নয়ন সমন্বয়ের আয়োজনে এই সেমিনার অনুষ্ঠিত হয় ঢাকায় বিশ্বসাহিত্য কেন্দ্র ভবনে। প্রধান অতিথি ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক সদস্য এবং বাংলাদেশ ফরেন ট্রেড ইনস্টিটিউটের (বিএফটিআই) সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা আলী আহমদ। সভাপতিত্ব করেন বাংলাদেশ ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট স্টাডিজের গবেষণা পরিচালক ড. এস এম জুলফিকার আলী।

সেমিনার সঞ্চালনা করেন ড. মাহবুব হাসান।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত