Homeঅর্থনীতিসিলেট রুটে বৃহস্পতিবার থেকে চালু হচ্ছে এয়ার এ্যাস্ট্রার ফ্লাইট

সিলেট রুটে বৃহস্পতিবার থেকে চালু হচ্ছে এয়ার এ্যাস্ট্রার ফ্লাইট

[ad_1]

Ajker Patrika

সিলেট রুটে বৃহস্পতিবার থেকে চালু হচ্ছে এয়ার এ্যাস্ট্রার ফ্লাইট

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রকাশ : ২৬ মে ২০২৫, ১০: ৫৭

ছবি

ছবি: সংগৃহীত

আসন্ন ঈদকে সামনে রেখে যাত্রীদের সুবিধার্থে সিলেট রুটে ফ্লাইট চালু করছে বেসরকারি এয়ারলাইন এয়ার এ্যাস্ট্রা। আগামী ২৯ মে থেকে সিলেটে প্রতিদিন দুটি ফ্লাইট পরিচালনা করবে এয়ারলাইনটি।

ঢাকা থেকে সিলেট রুটে ফ্লাইটগুলো ছেড়ে যাবে সকাল ৭টা ৩০ এবং রাত ৭টা ৩০ মিনিটে, সিলেট থেকে ঢাকা রুটে ফ্লাইটগুলো ছেড়ে আসবে সকাল ৮টা ৫০ এবং রাত ৮টা ৫০ মিনিটে। এই রুটে ওয়ানওয়ে সর্বনিম্ন ভাড়া নির্ধারণ করা হয়েছে ৪ হাজার ৬৯৯ টাকা।

এয়ার এ্যাস্ট্রার সিইও ইমরান আসিফ বলেন, সিলেট এয়ার এ্যাস্ট্রার জন্য একটি গুরুত্বপূর্ণ গন্তব্য। এয়ারক্রাফট স্বল্পতার কারণে আমরা কিছুদিনের জন্য সিলেট রুটে ফ্লাইট স্থগিত রেখেছিলাম, যা এখন থেকে নিয়মিত চলবে। এয়ার এ্যাস্ট্রা নিরাপদ যাত্রীসেবা ও সময়ানুবর্তিতার মাধ্যমে যাত্রীদের সবচেয়ে পছন্দের ও নির্ভরযোগ্য এয়ারলাইনস হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে প্রতিজ্ঞাবদ্ধ।

২০২২ সালের ২৪ নভেম্বর থেকে দেশের অভ্যন্তরীণ রুটে ফ্লাইট পরিচালনা শুরু করে এয়ার এ্যাস্ট্রা। বর্তমানে ঢাকা-কক্সবাজার-ঢাকা রুটে প্রতিদিন ৪টি ও ঢাকা-চট্টগ্রাম-ঢাকা রুটে প্রতিদিন ৫টি এবং সৈয়দপুর রুটে প্রতিদিন ৩টি ফ্লাইট পরিচালনা করছে এয়ার এ্যাস্ট্রা। এয়ার এ্যাস্ট্রার বহরে বর্তমানে চারটি এটিআর ৭২-৬০০ এয়ারক্রাফট রয়েছে, যা ফ্রান্সে নির্মিত সর্বাধুনিক প্রযুক্তির নিরাপদ টার্বোপ্রপ এয়ারক্রাফট।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত