Homeঅর্থনীতিসোনার দাম ভরিতে বাড়ল ২ হাজার ৬১৩ টাকা

সোনার দাম ভরিতে বাড়ল ২ হাজার ৬১৩ টাকা

[ad_1]

দেশের বাজারে সোনার দাম প্রতি ভরি এবার বাড়ল ২ হাজার ৬১৩ টাকা। এতে ভালো মানের এক ভরি সোনার দাম দাঁড়াবে ১ লাখ ৫৩ হাজার টাকা। নতুন এই দর কাল সোমবার থেকে কার্যকর হবে।

বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে। সর্বশেষ ৯ মার্চ সোনার দাম ভরিতে কমেছিল ১ হাজার ৩৮ টাকা। গত ২০ ফেব্রুয়ারি সোনার দাম বেড়ে প্রতি ভরি ১ লাখ ৫৪ হাজার ৫২৫ টাকায় উঠেছিল। দেশের বাজারে সেটিই ছিল সোনার এযাবৎকালের সর্বোচ্চ দাম।

নতুন দাম অনুযায়ী, কাল সোমবার থেকে দেশের বাজারে হলমার্ক করা প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট মানের সোনা ১ লাখ ৫৩ হাজার ৪৭৫ টাকা, ২১ ক্যারেট সোনা ১ লাখ ৪৬ হাজার ৫০০ টাকা, ১৮ ক্যারেট সোনা ১ লাখ ২৫ হাজার ৭৫৭ টাকায় বিক্রি হবে। এ ছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম বেড়ে হবে ১ লাখ ৩ হাজার ৪৭১ টাকা।

রোববার পর্যন্ত প্রতি ভরি ২২ ক্যারেট মানের সোনা ১ লাখ ৫০ হাজার ৮৬২ টাকা, ২১ ক্যারেট মানের সোনা ১ লাখ ৪৪ হাজার ৪ টাকা, ১৮ ক্যারেট মানের সোনা ১ লাখ ২৩ হাজার ৪২৯ টাকা ও সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা ১ লাখ ১ হাজার ৬৪০ টাকায় বিক্রি হয়েছে। সেই হিসাবে কাল থেকে প্রতি ভরি ২২ ক্যারেটের সোনায় ২ হাজার ৬১৩ টাকা, ২১ ক্যারেটে ২ হাজার ৪৯৬ টাকা, ১৮ ক্যারেটে ২ হাজার ৩২৮ টাকা ও সনাতন পদ্ধতির সোনায় ১ হাজার ৮৩১ টাকা দাম বাড়বে।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত