Homeঅর্থনীতিস্বপ্নপূরণে দাবার ফিদে মাস্টার তাহসিনের পাশে বার্জার পেইন্টস

স্বপ্নপূরণে দাবার ফিদে মাস্টার তাহসিনের পাশে বার্জার পেইন্টস

[ad_1]

লোগো

বিজ্ঞপ্তি

প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৫, ১৭: ১৬

ছবি

স্বপ্নপূরণে দাবার ফিদে মাস্টার তাহসিনের পাশে বার্জার পেইন্টস। ছবি: সংগৃহীত

বাংলাদেশের দাবা জগতের উদীয়মান তারকা তাহসিন তাজওয়ার জিয়া ২০০৫ সালে জন্মগ্রহণ করেন। তিনি আন্তর্জাতিক দাবা ফেডারেশন (এফআইডিই) থেকে ফিদে মাস্টার (এফএম) খেতাবধারী বাংলাদেশি দাবাড়ু। ছোটবেলা থেকেই তাঁর বাবা গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমানের অনুপ্রেরণায় তাহসিন দাবার প্রতি আগ্রহী হয়ে ওঠেন। দাবার প্রতি তাঁর অসামান্য নিবেদন তাঁকে সাফল্যের দিকে ক্রমশ এগিয়ে নিয়ে যায়। তাহসিনের সর্বোচ্চ ইএলও রেটিং ছিল ২৩৪৫।

২০২২ সালে তাহসিন ও তাঁর বাবা প্রথমবারের মতো বাংলাদেশ থেকে বাবা-ছেলের জুটি হিসেবে চেস অলিম্পিয়াডে অংশগ্রহণ করেন। আন্তর্জাতিক মঞ্চে তাঁদের একসঙ্গে প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমে বাংলাদেশের দাবা ইতিহাসে ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ অধ্যায়ের সূচনা ঘটে।

গত বছরের জুলাই মাসে দাবা ম্যাচ চলাকালে গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমানের মৃত্যু হয়। বাবার অকালপ্রয়াণ তাহসিনকে বিশেষভাবে প্রভাবিত করে; ফলে দাবায় এগিয়ে চলার পথে কিছু ক্ষেত্রে চ্যালেঞ্জের মুখোমুখি হন। তবে তাঁর সম্ভাবনা ও অর্জনের প্রতি আস্থা রেখে বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড তাহসিনের পাশে দাঁড়িয়েছে। প্রতিষ্ঠানটি তাহসিনের পেশাগত এবং গ্র্যান্ডমাস্টার হওয়ার ব্যক্তিগত লক্ষ্য পূরণের জন্য প্রয়োজনীয় সহায়তা দিয়েছে। সম্ভাবনাময় এই খেলোয়াড়ের স্বপ্নপূরণের সহযাত্রী হওয়াটা বার্জারের সামাজিক দায়বদ্ধতার প্রতিফলন।

তাহসিন তাজওয়ার জিয়ার এই অদম্য যাত্রা দৃঢ়তা ও সংগ্রামের এক উজ্জ্বল নিদর্শন। সব প্রতিকূলতা সত্ত্বেও উচ্চতর দাবা খেতাব অর্জনের লক্ষ্যে তিনি এগিয়ে যাচ্ছেন। তাঁর স্বপ্ন একদিন আন্তর্জাতিক মাস্টার (আইএম) এবং গ্র্যান্ডমাস্টার (জিএম) হওয়া। তাহসিনের গল্প বাংলাদেশের তরুণ খেলোয়াড়দের জন্য বড় অনুপ্রেরণা। তা ছাড়া বার্জারের এই পাশে দাঁড়ানো প্রমাণ করে যে জাতীয় প্রতিভা লালন-পালনে করপোরেট সহায়তার ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত